ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিন নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের চাপাহাট ও চকদাপট এলাকার। এরপরেই ওই মহিলার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে ওই দুই নাবালিকার পরিবার থানার দ্বারস্থ হন। নিখোঁজ নাবালিকার পরিবারের অভিযোগ, প্রতিবেশী পরিযায়ী মহিলা শ্রমিক তাঁদের মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।
আরও পড়ুন: অটিজম কেড়েছে কথা, তবে সুরেলা কার্তিককে থামায় কে? সা রে গা মা পা-এর মঞ্চে ‘মিরাকেল’ দেখুন
advertisement
প্রসঙ্গত, এক ছাত্রী স্থানীয় মুরালিপুর হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী। অপরদিকে, অন্যজন নবম শ্রেণির ছাত্রী। চরম দারিদ্র ও অভাবের মধ্যে জীবনযাপনের মধ্যে মোবাইলের ফোনের লোভ দেখিয়ে তাঁদের মেয়েকে বাড়ি থেকে পাচার করা হয়েছে বলে অভিযোগ ওই নাবালিকার পরিবারের। পরিবারের পক্ষ থেকে জানা যায়, সকাল ১০ টা নাগাদ স্কুল যাওয়ার নাম করে দুজন বাড়ি থেকে বের হয়। তার পরবর্তী সময়ে কোনওরকম খোঁজ না পাওয়ায় স্থানীয় হিলি থানায় অভিযোগ দায়ের করা হয়।
আরও পড়ুন: বাবা হলেন সুনীল ছেত্রী, ক্যাপ্টেনের জীবনে নতুন জার্নি! দাদু সুব্রতর ঘরে খুশির হাওয়া
পরিবারের দাবি, কিছুদিন আগে পরিবারের অজান্তেই পাশের বাড়ির পরিযায়ী শ্রমিক নিয়তি মালি নামে এক মহিলা দুই নাবালিকাকে দামি মোবাইল ফোন দেন। যিনি বিবাহসূত্রে গুরগাঁও-এ বসবাস করেন। বেশ কিছুদিন আগেই তিনি বাপের বাড়ি ভোট দিতে এসেছিলেন। এরপরেই যোগাযোগ হয় ওই দুই নাবালিকার সঙ্গে। এরপর সুযোগ বুঝে তাদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ নিখোঁজ নাবালিকার পরিবারের।
সুস্মিতা গোস্বামী