Sa Re Ga Ma Pa 2023: অটিজম কেড়েছে কথা, তবে সুরেলা কার্তিককে থামায় কে? সা রে গা মা পা-এর মঞ্চে 'মিরাকেল' দেখুন

Last Updated:

Sa Re Ga Ma Pa 2023 Viral Video: সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল এই ভিডিও হাজার হাজার মানুষকে জীবনীশক্তি সঞ্চার করছে। ভাইরাল হয়েছে কার্তিকের গলায় 'ওরে পিয়া' গানটি।

সা রে গা মা পা-র মঞ্চে কার্তিক
সা রে গা মা পা-র মঞ্চে কার্তিক
কলকাতা: ওরা অন্যরকম, এটা মানতেই হবে। কিন্তু কথায় বলে, সঙ্গীতের কোনও ভাষা হয় না। সত্যিই যেন সা রে গা মা পা-২০২৩-এ মঞ্চে এবার সেকথাই সিলমোহর দিলেন ছোট থেকে অটিজমে আক্রান্ত যুবক প্রতিযোগী কার্তিক কুমার কৃষ্ণমূর্তি। রোগ মুখের কথা কেড়ে নিলেও, গানের স্বর-সুর-তাল-লয়-ছন্দ-জ্ঞান-প্রেম সর্বোপরি ইচ্ছেটাকে কেড়ে নিতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল এই ভিডিও হাজার হাজার মানুষকে জীবনীশক্তি সঞ্চার করছে। ভাইরাল হয়েছে কার্তিকের গলায় ‘ওরে পিয়া’ গানটি। একে ‘মিরাকেল’ ছাড়া আর কী-ই বা বলা যায়!
কার্তিকের মা ও বাবা মঞ্চে নিয়ে এসেছিলেন কার্তিককে। অটিজমের কারণে কারও কথা চট করে বুঝতে পারেন না কার্তিক। তবে ধীরে ধীরে, ছোট ছোট করে বললে ধরতে পারেন। উত্তরও দেন। তবে সমস্যা হল, সামনে কেউ কথা বললেই সেটি ফের কার্তিক বলতে শুরু করেন। সঙ্গীত প্রতিযোগিতার মঞ্চে বিচারকের আসনে ছিলেন গায়িকা নীতি মোহন, সুরকার-সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া ও অনু মালিক।
advertisement
advertisement
আরও পড়ুন: বাবা হলেন সুনীল ছেত্রী, ক্যাপ্টেনের জীবনে নতুন জার্নি! দাদু সুব্রতর ঘরে খুশির হাওয়া
রীতি মেনে অডিশন রাউন্ডের গান শুরু করেন কার্তিক। আর মুহূর্তের মধ্যে যেন নিজের চোখ ও কানকেই বিশ্বাস করতে পারা যায় না কার্তিকের গান শুনে। বিচারক থেকে দর্শক সকলেই তাজ্জব হয়ে যান। ওরে পিয়া-র মতো একটি কঠিন গানের সুর-তাল-লয়-ছন্দ সমস্ত উপযুক্ত ভাবে পরিবেশন করছেন অটিস্টিক ছেলে কার্তিক। তাঁর মা রাজি কৃষ্ণমূর্তি ও বাবা কৃষ্ণমূর্তি নারায়ণস্বামী দর্শকাসনে চোখের জল ধরে রাখতে পারছেন না। কার্তিকের গান তাঁকে অডিশনে জয়ী করে নতুন করে লড়াই করার প্রেরণা জুগিয়েছে।
advertisement
আরও পড়ুন: অসহ্য গরমের অস্বস্তি কাটবে ২৪ ঘণ্টায়, ফের কাঁপিয়ে বৃষ্টি কলকাতা-সহ জেলায় জেলায়? আবহাওয়ার বড় খবর
মুহূর্তের মধ্যে অবাক করে দিয়েছেন কার্তিক। তাঁর সুন্দর গানের পরিবেশন রোগকে শত শত মাইল দূরে সরিয়ে বিশ্বের দরবারে নিয়ে এসেছে শুধু প্রেম। গানের প্রতি প্রেম, জীবনের প্রতি প্রেম, বেঁচে থাকার লড়াইয়ের প্রতি প্রেম। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ভিডিওর ভিড়ে কার্তিক তাঁর সুরে মন জয় করেছেন কোটি কোটি মানুষের। কুর্নিশ কার্তিক। এগিয়ে যাও…
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sa Re Ga Ma Pa 2023: অটিজম কেড়েছে কথা, তবে সুরেলা কার্তিককে থামায় কে? সা রে গা মা পা-এর মঞ্চে 'মিরাকেল' দেখুন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement