TRENDING:

Asansol Theft: 'মজা পেলাম, ভাল মাল পেয়েছি!' চুরি করে মেসেজ পাঠালো চোর, দুঃসাহসে হতবাক পুলিশ

Last Updated:

চোরের এই বেপরোয়া মনোভাবে পুলিশ কর্তাদের মাথাতেও চিন্তার ভাঁজ পড়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দীপক শর্মা, আসানসোল: চুরি করতে এসে চোর ফ্রিজ খুলে খাবার খেয়ে গিয়েছে, বাড়ির প্রবীণ সদস্যকে প্রণাম করেছে, এমন ঘটনা আগেও ঘটেছে এ রাজ্যে৷ কিন্তু এবার আসানসোলের এক চোর যে কাণ্ড ঘটালো, তাতে চোরের অভিনবত্ব আর দুঃসাহস দেখে ঘুম উড়েছে পুলিশ কর্তাদেরও!
চোরের পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজ৷
চোরের পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজ৷
advertisement

গত ২৪ জানুয়ারি আসানসোলের হিরাপুর এলাকার এক পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে চুরি হয়৷ আলমারি ভেঙে সবমিলিয়ে কয়েক লক্ষ টাকার গয়না এবং নগদ ৮ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা৷

আরও পড়ুন: ভিডিও কলে স্ত্রীকে আত্মহত্যার হুমকি ব্যাঙ্ক কর্তার, গরফায় পুলিশ পৌঁছলেও হল না শেষ রক্ষা

advertisement

অভিযোগ, ঘটনার দিন রাতেই রাজেশ গুপ্ত নামে ওই পরিবহণ ব্যবসায়ীর মোবাইল ফোনে একাধিক মেসেজ আসে৷ তার কোনওটিতে লেখা, 'চুরি করে মজা পেলাম৷ ভালই মাল পেয়েছি৷' আবার কোনও মেসেজে কার্যত বেপরোয়া ভঙ্গিতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চোর লিখেছে, 'তুই আমার নম্বর ট্র্যাক করতে পারবি না৷ আমি তোর পুরো অটো বায়োগ্রাফি জানি৷' আবার নিজের বুদ্ধির বরাই করেই চোর লিখেছে, 'আমি প্রচুর চালু৷' সবশেষে লেখা, 'শয়তানের নজর সবার উপরে থাকে৷'

advertisement

ঘটনার দিন দুপুরে ঘণ্টা দুয়েকের জন্য এক পরিচিতের বিয়ের অনুষ্ঠানে যান হিরাপুরের সূর্যনগর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা রাজেশ গুপ্ত৷ কিছুক্ষণ বাদে রাজেশ বাবুর বাবা বাড়ি ফিরে প্রথম চুরির ঘটনার কথা জানতে পারেন৷ বাড়ির পিছনের দিকের একটি দরজাও ভাঙা ছিল৷ ওই পরিবারের দাবি, আলমারি ভেঙে প্রায় ৬ লক্ষ টাকার গয়না এবং নগদ ৮ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোর৷

advertisement

আরও পড়ুন: গৃহস্থ বাড়িতে তালা ভেঙে ঢুকে ব্যাপক লুঠপাট ! সাড়ে সাত মাস পরে পুলিশের জালে মূল পাণ্ডা

ওই দিনই রাত ৭টা থেকে পর পর মেসেজ আসতে শুরু করে রাজেশ গুপ্তর হোয়াটসঅ্যাপে৷ প্রথমে ৭টা ৪ মিনিট থেকে ৭টা ৯ মিনিট এবং তার পর ৯টা ৩ মিনিট থেকে ৯টা ৬ মিনিটের মধ্যে দু' মিনিটের মধ্যে দু' দফায় বেশ কয়েকটি মেসেজ আসে৷ দেখা যায় চুরি করে বাড়ির মালিক এবং পুলিশকেই খোলাখুলি চ্যালেঞ্জ করেছে চোর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

চোরের এই বেপরোয়া মনোভাবে পুলিশ কর্তাদের মাথাতেও চিন্তার ভাঁজ পড়েছে৷ ঘটনাস্থলে যান হিরাপুর থানার ওসি প্রসেনজিৎ রায়ও৷ প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, ভার্চুয়াল ফোন নামে বিশেষ ধরনের অ্যাপ ব্যবহার করে এই মেসেজগুলি পাঠানো হয়েছে৷ এই ভার্চুয়াল ফোন ব্যবহার করলে কোন নম্বর থেকে মেসেজ পাঠানো হচ্ছে, তা সহজে ধরা যায় না৷ তাই চোরকে ধরতে সাইবার বিশেষজ্ঞদেরও সাহায্য নিচ্ছে পুলিশ৷ তবে পুলিশের অনুমান, ঘটনার সঙ্গে এলাকার কেউ বা ব্যবসায়ীর পরিচিত কেউ যুক্ত থাকতে পারেন৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Asansol Theft: 'মজা পেলাম, ভাল মাল পেয়েছি!' চুরি করে মেসেজ পাঠালো চোর, দুঃসাহসে হতবাক পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল