পাঁচ বছর আগে বিয়ে হয় বকুলতলা থানার সাপলা গ্রামের তপতি মণ্ডলের। প্রেম করে বিয়ে হয় কুলতলির জামতলার অনুপ মণ্ডলের সঙ্গে। তাঁদের একটি তিন বছরের পুত্রসন্তান রয়েছে। তার মধ্যেই গত বছর আরও একটি বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকেই সংসারে অশান্তি শুরু হয়। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সোনারপুর এলাকায় থাকতে শুরু করেন অনুপ। সংসারের খরচ বহনও করতেন না।
advertisement
আরও পড়ুন: গরিবের টাকা খেয়েছে নেতারা! মালদহে যা ঘটল দুর্নীতির প্রতিবাদে, অবিশ্বাস্য বললেও কম হবে
বাপের বাড়ি থেকে টাকাপয়সা নিয়ে সংসার চলছিল প্রথম স্ত্রীর। মাঝে মধ্যেই জামতলার বাড়িতে আসতেন অনুপ। অভিযোগ, গত দিনও জামতলায় এসেছিলেন এবং তাঁদের মধ্যে সাংসারিক অশান্তি হয়েছিল। সন্ধ্যায় প্রতিবেশীদের জানিয়েছিলের তপতী, রাতে প্রতিবেশীরা তাঁর মৃত্যু সংবাদ জানান।
আরও পড়ুন: গ্রেফতারের পর থেকে মিলছে বিস্ফোরক তথ্য, এবার বিদ্যুৎ বন্টন সংস্থা থেকে সাসপেন্ড শান্তনু!
মৃতার বাবা মদন সরদার কুলতলি থানায় স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় কুলতলি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে পলাতক স্বামী। বুধবার সকালে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়।
অর্পন মন্ডল