নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ ১ গ্রাম পঞ্চায়েতের হরপুরের বাসিন্দা সুফল নস্কর। শনিবার দুপুরে তিনি জমিতে সার দেওয়ার কাজ করছিলেন। এলাকার অনেক বাসিন্দাই তাঁকে জমিতে সার দিতে দেখেন। প্রতিবেশী তরুণ বেরা অভিযোগ করেন, “দুপুরে বাড়ি ফেরার সময় দেখলাম দাদা জমিতে সার দিচ্ছে, তারপরেই তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যায়।”
advertisement
আরও পড়ুন: ঝড়ে ভেঙে গিয়েছিল ঘর! বাবা ধূপ বিক্রেতা, টিউশনি পড়িয়ে বহু কষ্ট সহ্য করে ছেলে আজ হবু ডাক্তার
পরিবারের লোকের দাবি জায়গা জমি সংক্রান্ত ঝামেলা চলছিল। বিষয়টি পঞ্চায়েতে বসে মিটমাট করারও চেষ্টা করা হয়। তারমধ্যেই এই খুনের ঘটনা। প্রতিবেশী যাদের সঙ্গে জমিজমা সংক্রান্ত ঝামেলা তারাই এই খুনের ঘটনায়যুক্ত বলে দাবি পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অর্পন মন্ডল