ধৃত সনাতন কয়াল (২৩)। তাকে ভবের ঠেক এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৫, ৩৭৯ ও ৫০৬ ধারায় মামলা রুজু করে বুধবার কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠানো হলে সাইদুলকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে ঢোলাহাট থানা এলাকার বছর উনিশের এক মহিলাকে শিব নগরের বাসিন্দা বাবুসোনা নামে তার এক বন্ধুর সঙ্গে জুমাই নস্কর হাট থেকে কিছুটা দূরে ভবের ঠেকের কাছে বসে বলে গল্প করছিল।
advertisement
আরও পড়ুন: সিসিটিভিতে চিহ্নিত চোর, হাতেনাতে ধরে গণপিটুনি উত্তেজিত জনতার! মালদহে চাঞ্চল্য
প্রায় ঘন্টা খানেক পর ঢোলাহাট থানার শিবনগরের বেনেরচক এলাকার বাসিন্দা বছর বত্রিশের সাইদুল নাইয়া ওরফে সাহাজুল একটা মোটর বাইক নিয়ে যাওয়ার পথে তাদের দেখতে পেয়ে দাড়িয়ে যায়। অভিযোগ, সাইদুল তার সহযোগী সনাতন কয়ালকে সঙ্গে নিয়ে প্রথমে ছেলেটিকে চমকায় তারপর তাকে মারধর করে আটকে রেখে মেয়েটিকে দূরে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। সন্ধ্যার পর সেখানে সাইদুল তাকে ধর্ষণ করে।
আরও পড়ুন: চাঁচলে তুমুল অশান্তি, বিডিও অফিস ঘেরাও! কারণ শুনলে অবাক হয়ে যাবেন
পরে নির্যাতিতার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও মোবাইল কেড়ে নেওয়া হয়। এমনকী কাউকে বিষয়টি জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ জানানো হয়। এই অভিযোগের ভিত্তিতে ঢোলাহাটের পাথরবেড়িয়া থেকে সাইদুল নাইয়া ও ঢোলাহাটের ভবের ঠেক থেকে সনাতন কয়ালকে গ্রেফতার করে পুলিশ।
নবাব আয়াতুল্লা মল্লিক