TRENDING:

Crime News: প্রাক্তন প্রেমিকাকে খালের ধারে টেনে নিয়ে গিয়ে এ কী করল যুবক, প্রাণে বাঁচাল পুলিশ

Last Updated:

Crime News: মঙ্গলবার বেলা ১২.১৫ মিনিট নাগাদ সার্ভে পার্ক থানা এলাকার নীল পুকুরের কাছে হঠাৎই এক মহিলার আর্ত চিৎকার শুরু হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভর দুপুরে কলকাতার সার্ভে পার্ক এলাকায় যে ঘটনা ঘটে গেল, তা দেখলে আপনার হাড়হিম হয়ে যাবে৷ নেহাত কাছেই ছিলেন পুলিশকর্মী, সেই কারণে কোনওমতে প্রাণে বাঁচলেন বছর ২১-এর এক মহিলা৷ না হলে সেখানেই সব শেষ হয়ে যেত৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

মঙ্গলবার বেলা ১২.১৫ মিনিট নাগাদ সার্ভে পার্ক থানা এলাকার নীল পুকুরের কাছে হঠাৎই এক মহিলার আর্ত চিৎকার শুরু হয়৷ বছর ২১-এর ওই মহিলার প্রাক্তন প্রেমিক জোর করে ওই মহিলাকে টেনে নিয়ে যায় নীলপুকুরের ধারে৷ তার পর সেখানেই নৃশংসভাবে একের পর এক ছুরির আঘাত করতে থাকে৷ কিছু পুরনো শত্রুতার জেরেই ওই তরুণীর উপর আক্রমণকারী জয়ন্ত তাঁতি চড়াও হয়৷ কিন্তু তরুণীর আর্ত চিৎকার পৌঁছে যায় পুলিশের কানে৷

advertisement

কাছেই পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের সার্জেন্ট জয়জিৎ সাহা কর্তব্যরত ছিলেন৷ তিনি সন্তোষপুর অ্যাভিনিউয়ে রাউন্টে ছিলেন৷ তিনি চিৎকার শুনে ছুটে যান৷ তিনি দেখতে পান, ওই যুবক নৃশংস ভাবে আঘাত করছে তরুণীকে৷ তিনি ছুটে গিয়ে ওই তরুণীকে বাঁচানোর চেষ্টা শুরু করেন৷ এর পরএ গিয়ে আসেন স্থানীয়রাও৷ তাঁরা এগিয়ে এসে কোনওমতে ওই তরুণীকে গুরুতর আহত অবস্থায় রক্ষা করেন৷ পাশাপাশি, আক্রমণকারী জয়ন্তকেও স্থানীয় মানুষের সাহায্য পাকড়াও করতে সক্ষম হন সার্জেন্ট জয়জিৎ৷

advertisement

আরও পড়ুন:নিজে প্রার্থী, অথচ দেওয়াল লিখছেন বিরোধী প্রার্থীদের হয়ে! আজব কাণ্ড কারণ কী জানেন?

আরও পড়ুন: জেলে এমন কী হচ্ছে তাঁর সঙ্গে? বিচারকের কাছে বিস্ফোরক অর্পিতা! চমকে উঠল সকলে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আহত অবস্থায় ওই তরুণীকে নিয়ে যাওয়া হয় পিয়ারলেস হাসপাতালে৷ সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়৷ ওই তরুণী কাঁধ, পেট ও হাতে গুরুতর আঘাত পেয়েছে৷ সার্ভেপার্ক থানায় জানানো হয়, ওই অভিযুক্ত জয়ন্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ আক্রমণের অস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে৷ জয়ন্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ পাশাপাশি, আহত তরুণীর বয়ানও রেকর্ড করা হয়েছে৷ কিন্তু সব মিলিয়ে বাহবা পাচ্ছেন পুলিশকর্মী, কারণ, তাঁর তৎপরতাতেই শেষ পর্যন্ত প্রাণে রক্ষা পেলেন ওই তরুণী৷

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: প্রাক্তন প্রেমিকাকে খালের ধারে টেনে নিয়ে গিয়ে এ কী করল যুবক, প্রাণে বাঁচাল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল