TRENDING:

Kolkata Airport: বিমানবন্দরে ২ লক্ষ টাকা চুরি করে হাতেনাতে ধৃত ৩ !

Last Updated:

বিমানবন্দরে ২ লক্ষ টাকা চুরি করে হাতেনাতে ধৃত দুই লোডার-সহ এক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনুপ চক্রবর্তী, কলকাতা: কলকাতা বিমানবন্দরে ২ লক্ষ টাকা চুরি করে হাতেনাতে ধরা পড়ল এক বেসরকারি বিমান সংস্থার দুই লোডার। পাশাপাশি আরও একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযোগ, এরা কলকাতা বিমানবন্দরে যাত্রীদের লোডিং এরিয়া থেকে এই টাকা চুরি করেছে।
advertisement

পুলিশ সূত্রের খবর, সোমবার কলকাতা বিমানবন্দরে ২ লক্ষ টাকা চুরির অভিযোগে গ্রেফতার হয় এক বেসরকারি বিমান সংস্থার দু’জন লোডার। মূল অভিযুক্ত অরুণজ্যোতি দাসের কাছ থেকেই পাওয়া গিয়েছে ৫০০ টাকার নোটের চারটি বান্ডিল। অপর অভিযুক্ত মহম্মদবাবুও ছিল তার সঙ্গে।

আরও পড়ুন– সেল এখন লাইভ; ১৩,৩০০ টাকার বেনিফিট ওয়ানপ্লাস ১১ ৫জি মার্বেল ওডিসি ফোনে !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের ছেলেমেয়েদের জন্য দারুণ মঞ্চ! প্রান্তিক এলাকায় প্রতিভার খোঁজে BSF
আরও দেখুন

অভিযোগ অরুণজ্যোতি দাস এক বিমান যাত্রীর ব্যাগ থেকে ওই টাকা নিয়েছে। সন্দেহ হওয়ায়, কর্মরত সিআইএসএফ কর্মীরা আটকায় তাকে এবং পরে এনএসসিবিআই থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে অরুণজ্যোতি টাকা চুরি করার কথা স্বীকার করেছে। তবে সেই যাত্রীর সঙ্গে এখনো যোগাযোগ করা যায়নি। ধৃতদের মঙ্গলবার ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটেছে বিমানবন্দরে ৷ সেই চুরির ঘটনাগুলোর কিনারা করতে পেরেছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Kolkata Airport: বিমানবন্দরে ২ লক্ষ টাকা চুরি করে হাতেনাতে ধৃত ৩ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল