পুলিশ সূত্রের খবর, সোমবার কলকাতা বিমানবন্দরে ২ লক্ষ টাকা চুরির অভিযোগে গ্রেফতার হয় এক বেসরকারি বিমান সংস্থার দু’জন লোডার। মূল অভিযুক্ত অরুণজ্যোতি দাসের কাছ থেকেই পাওয়া গিয়েছে ৫০০ টাকার নোটের চারটি বান্ডিল। অপর অভিযুক্ত মহম্মদবাবুও ছিল তার সঙ্গে।
আরও পড়ুন– সেল এখন লাইভ; ১৩,৩০০ টাকার বেনিফিট ওয়ানপ্লাস ১১ ৫জি মার্বেল ওডিসি ফোনে !
advertisement
অভিযোগ অরুণজ্যোতি দাস এক বিমান যাত্রীর ব্যাগ থেকে ওই টাকা নিয়েছে। সন্দেহ হওয়ায়, কর্মরত সিআইএসএফ কর্মীরা আটকায় তাকে এবং পরে এনএসসিবিআই থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে অরুণজ্যোতি টাকা চুরি করার কথা স্বীকার করেছে। তবে সেই যাত্রীর সঙ্গে এখনো যোগাযোগ করা যায়নি। ধৃতদের মঙ্গলবার ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটেছে বিমানবন্দরে ৷ সেই চুরির ঘটনাগুলোর কিনারা করতে পেরেছে পুলিশ।






