OnePlus 11 5G Marble Odyssey | সেল এখন লাইভ; ১৩,৩০০ টাকার বেনিফিট ওয়ানপ্লাস ১১ ৫জি মার্বেল ওডিসি ফোনে !
- Published by:Siddhartha Sarkar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
নতুন স্মার্টফোন মার্বেলের মতো ফিনিশ দেওয়ার জন্য 3D মাইক্রোক্রিস্টালাইন রক থেকে তৈরি করা হয়েছে। কিন্তু, এই নতুন স্মার্টফোনটি বেশি ভারী হবে না।
কলকাতা: যেমনটা কথা ছিল, ভারতে ৬ জুন OnePlus কোম্পানি লঞ্চ করল OnePlus 11 5G মার্বেল ওডিসি এডিশন স্মার্টফোন। অনেকটা OnePlus 11 5G-এর মতো দেখতে এই নতুন ফোনে ব্যবহার করা হয়েছে আধুনিক ডিজাইন ও উন্নতমানের ফিচার। OnePlus কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, নতুন স্মার্টফোন মার্বেলের মতো ফিনিশ দেওয়ার জন্য ৩D মাইক্রোক্রিস্টালাইন রক থেকে তৈরি করা হয়েছে। কিন্তু, এই নতুন স্মার্টফোনটি বেশি ভারী হবে না।
OnePlus 11 5G Marble Odyssey এডিশনের ফিচার অন্যান্য মডেলের মতোই। এই স্মার্টফোনটি শুধুমাত্র ১৬ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক নতুন OnePlus 11 5G মার্বেল ওডিসি ফোনের ডিজাইন এবং ফিচার।
একটি প্রেস রিলিজে, OnePlus কোম্পানির তরফে জানানো হয়েছে যে, “OnePlus 11 5G Marble Odyssey ফোন হল একটি এক্সক্লুসিভ এডিশন। যার ডিজাইন অন্য ফোনের থেকে অনেকটাই আলাদা এবং আধুনিক।” OnePlus কোম্পানির তরফে আরও জানানো হয়েছে যে, মার্বেলের মতো দেখতে ফোনের রিয়ার ব্যাক প্যানেলটির ২৫ শতাংশ আসল কাচ দিয়ে তৈরি।
advertisement
advertisement
ভারতে OnePlus 11 5G Marble Odyssey ফোনের দাম –
ভারতে ফোনটি ৬৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। যা ২৫৬ জিবি স্টোরেজ সহ নিয়মিত ভ্যারিয়েন্টের ফোনের থেকে প্রায় ৩০০০ টাকা বেশি। তবে সংস্থার ওয়েবসাইটে এও বলা হচ্ছে যে ১৩,৩০০ টাকার বেনিফিট OnePlus 11 5G Marble Odyssey ফোনে।
advertisement
OnePlus 11 5G Marble Odyssey ফোনের ডিজাইন এবং ফিচার –
– OnePlus 11 5G Marble Odyssey ফোনে আছে Snapdragon 8 Gen 2 SoC এবং Hasselblad-tuned ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।
– OnePlus 11 5G ফোনে আছে Android ১৩ ভিত্তিক Oxygen OS ১৩.০।
– এই ফোনের ব্যাকে আছে একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেলের Sony IMX581 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ৩২ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা।
advertisement
-সেলফির জন্য এই ফোনে থাকতে পারে একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনে ব্যবহার করা হয়েছে ১০০W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৫০০০mAh ব্যাটারি।
advertisement
– OnePlus 11 5G মার্বেল ওডিসি ফোনে দেওয়া হয়েছে ১২০Hz রিফ্রেশ রেট-সহ একটি ৬.৭ ইঞ্চির QHD+ E4 OLED ডিসপ্লে। যা HDR10+ সাপোর্ট যুক্ত এবং এটি ১৩০০ nits যুক্ত।
– প্রত্যাশা মতো নতুন এই ফোন ৫জি ফোন হিসেবেই লঞ্চ হয়েছে, যেখানে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এবং ফোনের বাক্সে একটি চার্জার রয়েছে।
advertisement
– এই ফোনের চার্জিং কেবল লাল রঙের হতে পারে।
– OnePlus 11 5G Marble Odyssey ফোন আদতে OnePlus 11 5G ফোনের জুপিটার রক এডিশনের একটি রিব্র্যান্ডেড এডিশন।
– এই ফোনে রয়েছে মার্বেলের মতো মসৃণ ফিনিশ। ব্লু, ব্ল্যাক এবং ক্রিম- এই তিন রঙে ফোনটি বাজারে এসেছে।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
June 06, 2023 4:19 PM IST