TRENDING:

Bangla News|| পটাশপুরে ভয়াবহ ডাকাতির কিনারা! বিপুল সোনা, টাকা উদ্ধার! তালিকা দেখলে চোখ ছানাবড়া হবে

Last Updated:

Bangla News: ছ'মাস আগে পটাশপুরে ব্যবসায়ী কাছ থেকে স্বর্ণালঙ্কার সহ টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনার কিনারা করল পুলিশ। ওড়িশা থেকে ছিনতাই হওয়া আংটি ও নেকলেস, হার মিলিয়ে 200 গ্রাম সোনা-সহ আশি হাজার টাকা উদ্ধার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটাশপুরঃ ছ'মাস আগে পটাশপুরে ব্যবসায়ী কাছ থেকে স্বর্ণালঙ্কার-সহ টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনার কিনারা করল পুলিশ। ওড়িশা থেকে ছিনতাই হওয়া আংটি ও নেকলেস, হার মিলিয়ে ২০০ গ্রাম সোনা-সহ ৮০,০০০ টাকা উদ্ধার হল। ঘটনায় গ্রেফতার হয়েছে ভিন রাজ্যের ২ দুষ্কৃতী।
বিপুল সোনা, টাকা উদ্ধার। প্রতীকী ছবি।
বিপুল সোনা, টাকা উদ্ধার। প্রতীকী ছবি।
advertisement

গত বছর ১৬ অক্টোবর ২০২২ সালে পটাশপুর থানার মংলামাড়ো বাজারে এক স্বর্ন ব্যবসায়ী দোকান বন্ধ করে ব্যাগে দোকানের গয়না-সহ টাকা নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময়ে ২ দুষ্কৃতী বাইকে এসে ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। তার কিছুদিন আগে ১০ অক্টোবর সেই মংলামাড়ো বাজারে একটি ব্যাঙ্ক থেকে বন্ধকি সোনার গয়না ও টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ সেই সময়ে মহিলার টাকা ও গয়নার ব্যাগ ছিনতাই হয়।

advertisement

আরও পড়ুনঃ দৈত্যের মতো ধেয়ে এল ভয়ঙ্কর কালবৈশাখী! মুহুর্মুহু পড়ল বাজ! তারপর যা হল...! ভয়াবহ

ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। দুটি ঘটনায় পুলিশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুই দুষ্কৃতীকে চিহ্নিত করে। তদন্তের মধ্যে ভগবানপুরে এক ব্যক্তি বাইকের ডিকি ভেঙে ৬০,০০০ টাকা ছিনতাইয় হয়। ঘটনায় বাইকের নম্বর ধরে পুলিশ অভিযুক্তের সন্ধান চালায়। তদন্তের মধ্যে দুষ্কৃতীরা অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড-সহ একাধিক রাজ্যে গা ঢাকা দেয়।

advertisement

আরও পড়ুনঃ কাছে টেনে জড়িয়ে নিলেন শোভন, বৈশাখীকে কী কী উপহারে ভরিয়ে দিলেন? জানলে হকচকিয়ে যাবেন

সূত্রের খবর, এই দলের কয়েকজন পান্ডা পশ্চিম মেদিনীপুরের বালিচক এলাকায় ঘরভাড়া নিয়ে থাকতে শুরু করে। গত ১৫ এপ্রিল ফের পটাশপুরের চুরির নেশায় বাইকে আসে দুই দুষ্কৃতী সীতারাম দাস ও কুমার দাস। ধৃতদের বাড়ি ওড়িশার জাজপুরে। মংলামাড়ো থেকে বাইকে বিভীষণপুরের দিকে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। বাজার করতে এসে অভিযুক্তদের দেখতে পেয়ে সাদা পোশাকে পটাশপুর থানার এক ভিলেজ পুলিশ কর্মী ধাওয়া করে। বিভীষণপুরে একটি সোনার দোকানে চুরির জন্য এক দুষ্কৃতী ঢোকেন। সেই সুযোগ স্থানীয় লোকেদের সাহায্যে এক দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করে। অপর এক দুষ্কৃতী পালিয়ে গেলেও পুলিশ ধাওয়া করে বাইক সহ তাকে গ্রেফতার করে। আদালতে তোলা হলে তাদের টিআই প্যারেড করা হয়।

advertisement

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ওড়িশা ডাকবাংলো এলাকায় একটি দোকানের সন্ধান পায়। চুরির হওয়া সোনা সেই দোকানে গলিয়ে নতুন গয়না তৈরি করে বিক্রি করা হত। সেই দোকান থেকে পুলিশ চুরি যাওয়া গয়না উদ্ধার করে। উদ্ধার হয়েছে তালা ভাঙার দুটি সরঞ্জাম। সেই সঙ্গে অভিযুক্ত দোকানী কেশব চন্দ্র সাউকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত দোকানীকে বুধবার কাঁথি আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পটাশপুর থানায় সাংবাদিক বৈঠক করে মহকুমা পুলিশ আধিকারিক মহম্মদ বৈদুজামান উদ্ধার হওয়া সোনা ও টাকা প্রকাশ্যে আনেন। উপস্থিত ছিলেন পটাশপুর থানার ওসি রাজু কুন্ডু এবং অন্যান্য তদন্তকারী অফিসাররা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পঙ্কজ দাশ রথী

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Bangla News|| পটাশপুরে ভয়াবহ ডাকাতির কিনারা! বিপুল সোনা, টাকা উদ্ধার! তালিকা দেখলে চোখ ছানাবড়া হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল