TRENDING:

Siliguri News|| মৃত যুবকের পরনে টিপ, শাড়ি-ব্লাউজ-অন্তর্বাস! অদ্ভূত মৃত্যু ঘিরে শিলিগুড়িতে রহস্য

Last Updated:

মহিলাদের পোশাক পরিহিত এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার। কিশোরের পরনে ছিল শাড়ি-ব্লাউজ। কপালে টিপ । এ ছাড়াও পরনে ছিল মহিলাদের অন্তর্বাস। ঘটনায় ঘনীভূত হচ্ছে রহস্য। উত্তর খুঁজছে পুলিশ ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: মহিলাদের পোশাক পরিহিত এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার। কিশোরের পরণে ছিল শাড়ি-ব্লাউজ। কপালে টিপ। এ ছাড়াও পরনে ছিল মহিলাদের অন্তর্বাস। ঘটনায় ঘনীভূত হচ্ছে রহস্য। উত্তর খুঁজছে পুলিশ। ঘটনাটি শিলিগুড়ি পুরনিগমের দক্ষিণ শান্তিনগর এলাকার।
advertisement

পরিবার সূত্রে খবর, মৃত ওই কিশোরের নাম দীপেশ মণ্ডল। শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠের দশম শ্রেণির পড়ুয়া ছিল সে। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল সে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পড়াশোনা সংক্রান্ত কোনও সমস্যা ছিল না।

আরও পড়ুনঃ মেয়ের বাড়ি গিয়েছিলেন, ফিরে দেখলেন ঘটেছে সাংঘাতিক কাণ্ড! চাঞ্চল্য শান্তিপুরে

তবে কী জিনগত কোনও সমস্যা ছিল? পরিবারের সদস্য সহ স্থানীয়রাও স্পষ্ট জানিয়েছেন কোনও সমস্যা ছিল না । স্বভাবেও ছিল খুবই ভাল। তবে কেন এমন ঘটনা? ভাবাচ্ছে পরিবার, পুলিশ-সহ স্থানীয়দের। জানা গিয়েছে, সোমবার দুপুরে ফাঁকা ছিল বাড়ি। পরিবারের সদস্যরা বিশেষ কাজে ছিলেন বাড়ির বাইরে। সে সময় বাড়িতে একাই ছিল দীপেশ।

advertisement

আরও পড়ুনঃ ইলিশ খাবেন অথচ কাঁটা লাগবে না! শিল্প শহরের এই রেস্তোরাঁয় মিলছে বোনলেস ইলিশ কোফতা

পরিবারের সদস্যরা জানান, বাড়ি ফিরতেই দীপেশের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘরের দরজা ভেজানো ছিল। অন্যদিকে, ঘরের ভেতরে চলছিল টিভি। পরিবার ও স্থানীয় সূত্রের খবর, বছর কয়েক আগে ওই কিশোরের দাদার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। প্রসঙ্গত, সম্প্রতি শহর শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। ওই যুবকের পরনেও ছিল মহিলাদের পোশাক। আজ পুরনিগমের দক্ষিণ শান্তিনগর এলাকার পঞ্চানন রোডের বাসিন্দা দীপেশ ঠিক কি কারণে এমন ঘটনা ঘটে তাতে অবাক সবাই।

advertisement

প্রতিবেশী বিশ্বজিৎ দাস জানিয়েছেন, এ বছর মাধ্যমিক দেওয়ার কথা ছিল। খুব ভাল ছেলে দীপেশ। পড়াশোনায় ভাল ছিল। ঘটনাটি খুবই অবাক করেছে তাদের। মেয়েদের পোশাক পড়েছিল কেন জিজ্ঞেস করতে তিনি বলেন যে জানি না, কোনওদিনও মেয়েলি কোনও স্বভাব দেখতে পাইনি। কী কারণে এ রকম করল তাতে সকলে অবাক হয়ে গিয়েছি।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অনির্বাণ রায়

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Siliguri News|| মৃত যুবকের পরনে টিপ, শাড়ি-ব্লাউজ-অন্তর্বাস! অদ্ভূত মৃত্যু ঘিরে শিলিগুড়িতে রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল