নরেন্দ্রপুর থানার রামচন্দ্রপুর এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত গৃহবধুর নাম শুক্লা শীল। তাঁর বাপের বাড়ি ২৪ পরগনা জেলার ঝড়খালি এলাকায়। বুধবার রামচন্দ্রপুরে শ্বশুরবাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। নরেন্দ্রপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতার ভাইয়ের অভিযোগ, বেশ কিছুদিন ধরে তাঁর দিদির উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাচ্ছিল স্বামী কৌশিক শীল। এ ব্যাপারে এর আগে নরেন্দ্রপুর থানায় একটি জেনারেল ডাইরিও করা হয়।
advertisement
আরও পড়ুন: দিল্লিতে নাবালিকাকে কুপিয়ে-থেঁতলে খুন, ব্যস্ত রাস্তায় চূড়ান্ত নৃশংসতা দেখে কেউ এগিয়ে এল না!
আরও পড়ুন: ‘ক্রাইম অফ প্যাশন’! দিল্লিতে নাবালিকাকে কুপিয়ে খুনে শারীরিক সম্পর্কের যোগ? গ্রেফতার ‘প্রেমিক’
সেই অত্যাচারের মাত্রা আরও বেড়ে যাওয়ায়, দিদিকে আত্মঘাতী হতে হল বলে দাবি তাঁর। ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতা শুক্লা শীলের ভাই। মারধরের ঘটনায় থানায় অভিযোগ হওয়ায় পরেও পুলিশ কেন কোনও পদক্ষেপ করেনি, সেই প্রশ্ন উঠছে। যদি পুলিশ পদক্ষেপ করত, তাহলে এই ঘটনা ঘটতো না বলে মত এলাকাবাসীর।