জানা গিয়েছে, গত বছরের জুন মাস থেকেই নিখোঁজ ছিলেন ওই যুবতী। গত মঙ্গলবার হরিয়ানার গুমাদ গ্রাম থেকে তাঁর কঙ্কাল উদ্ধার করা হয়। জেরায় ওই যুবতীর প্রেমিক অপহরণ ও খুনের কথা স্বীকার করে নিয়েছেন। প্রেমিকের সঙ্গে থাকতে এবং তাঁকে বিয়ে করতেই কানাডার চাকরি ছেড়ে হরিয়ানায় চলে এসেছিলেন বছর তেইশের নীলম। যে প্রেমিকের জন্য নিজের কেরিয়ারের জলাঞ্জলি দিয়েছিলেন, সেই সুনীলই হত্যা করল তাঁকে।
advertisement
আরও পড়ুন: স্ত্রী রেগে ফোন ধরেনি, পাল্টা রাগে স্বামী যা করল ভাবাই যায় না!
পুলিশ অফিসার রবীন্দ্র জানান, সুনীল স্বীকারোক্তিতে জানিয়েছে, নিলমের মাথায় দু'বার গুলি করে সুনীল। নিজের অপরাধ লুকনোর জন্য নিলমের মৃতদেহ মাঠে পুঁতে দেয়। গত বছরের জুনে নীলমের বোন রোশনি পুলিশকে জানান, তাঁর বোন ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাজ করতে কানাডায় চলে গিয়েছিলেন। এর আগে ওই বছরের জানুয়ারিতে সুনীল তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ভারতে ফেরত নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: বিরল কৃতিত্ব ছিল আরজি করের, বন্ধ হয়ে গেল পয়জন ইনফরমেশন সেন্টার! এবার সাপে কামড়ালে কী হবে?
সুনীলকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার পুলিশ হরিয়ানার একটি মাঠের ১০ ফুট গভীর থেকে নীলমের কঙ্কালের অবশিষ্টাংশ উদ্ধার করে। দেহাবশেষ ময়নাতদন্তের জন্য সোনিপাত সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সুনীলের বিরুদ্ধে এর আগেও খুন ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অর্ধডজনেরও বেশি মামলা রয়েছে। কিন্তু নীলমকে কেন সে খুন করেছে তা এখনও জানা যায়নি।