TRENDING:

Crime News: প্রেমের প্রতিদানে মাথায় গুলি, কানাডা থেকে আসা প্রেমিকাকে নৃশংস হত্যা! ঘটনায় ঘেন্না ধরে যাবে

Last Updated:

Crime News: শুধু খুনই নয়, মেরে যুবতীর দেহ মাটিতে পুঁতেও দেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হরিয়ানা: প্রেমের টানে সুদূর কানাডা থেকে ছুটে এসেছিলেন হরিয়ানার ছোট্ট গ্রামে। কিন্তু কয়েক মাস পার হতে না হতেই সেই ভালবাসাই যে মৃত্য়ুর কারণ হয়ে দাঁড়াবে, তা কল্পনাও করতে পারেননি যুবতী। সেই প্রেমিকই যুবতীর মাথায় গুলি করে খুন করেছে বলে অভিযোগ। শুধু খুনই নয়, মেরে যুবতীর দেহ মাটিতে পুঁতেও দেওয়া হয়।
প্রেমের প্রতিদানে মাথায় গুলি! (প্রতীকী ছবি)
প্রেমের প্রতিদানে মাথায় গুলি! (প্রতীকী ছবি)
advertisement

জানা গিয়েছে, গত বছরের জুন মাস থেকেই নিখোঁজ ছিলেন ওই যুবতী। গত মঙ্গলবার হরিয়ানার গুমাদ গ্রাম থেকে তাঁর কঙ্কাল উদ্ধার করা হয়। জেরায় ওই যুবতীর প্রেমিক অপহরণ ও খুনের কথা স্বীকার করে নিয়েছেন। প্রেমিকের সঙ্গে থাকতে এবং তাঁকে বিয়ে করতেই কানাডার চাকরি ছেড়ে হরিয়ানায় চলে এসেছিলেন বছর তেইশের নীলম। যে প্রেমিকের জন্য নিজের কেরিয়ারের জলাঞ্জলি দিয়েছিলেন, সেই সুনীলই হত্যা করল তাঁকে।

advertisement

আরও পড়ুন: স্ত্রী রেগে ফোন ধরেনি, পাল্টা রাগে স্বামী যা করল ভাবাই যায় না!

পুলিশ অফিসার রবীন্দ্র জানান, সুনীল স্বীকারোক্তিতে জানিয়েছে, নিলমের মাথায় দু'বার গুলি করে সুনীল। নিজের অপরাধ লুকনোর জন্য নিলমের মৃতদেহ মাঠে পুঁতে দেয়। গত বছরের জুনে নীলমের বোন রোশনি পুলিশকে জানান, তাঁর বোন ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাজ করতে কানাডায় চলে গিয়েছিলেন। এর আগে ওই বছরের জানুয়ারিতে সুনীল তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ভারতে ফেরত নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে।

advertisement

আরও পড়ুন: বিরল কৃতিত্ব ছিল আরজি করের, বন্ধ হয়ে গেল পয়জন ইনফরমেশন সেন্টার! এবার সাপে কামড়ালে কী হবে?

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সুনীলকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার পুলিশ হরিয়ানার একটি মাঠের ১০ ফুট গভীর থেকে নীলমের কঙ্কালের অবশিষ্টাংশ উদ্ধার করে। দেহাবশেষ ময়নাতদন্তের জন্য সোনিপাত সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সুনীলের বিরুদ্ধে এর আগেও খুন ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অর্ধডজনেরও বেশি মামলা রয়েছে। কিন্তু নীলমকে কেন সে খুন করেছে তা এখনও জানা যায়নি।

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: প্রেমের প্রতিদানে মাথায় গুলি, কানাডা থেকে আসা প্রেমিকাকে নৃশংস হত্যা! ঘটনায় ঘেন্না ধরে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল