পুলিশ সুত্রে জানা যায়, ধৃত যুবতীর নাম মরিওম খাতুন, বয়স ২৪। তাঁর বাড়ি বীরভূম জেলার দুবরাজপুরে। বুধবার উত্তরবঙ্গের দিক থেকে হেরোইন নিয়ে বাসে চেপে বীরভূমের দিকে যাচ্ছিল ওই যুবতী। কিন্তু ডাকবাংলো আসার আগেই তারাপুর ৩৪ নম্বর জাতীয় সড়কে বাস থেকে নেমে যায়। তারাপুর থেকে টোটো ধরে ডাকবাংলো যাবার উদ্দেশ্য দাঁড়িয়ে ছিল। কিন্তু তার আগে গোপন সূত্রে খবর পায় পুলিশ। পুর সংলগ্ন এলাকায় থেকে যুবতীকে আটক করে সামসেরগঞ্জ থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: রেললাইনে বসে আড্ডা চলছিল ৩ জনের, আচমকাই ট্রেনের ধাক্কা! মুহূর্তের মধ্যে সব শেষ
পুলিশ তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে প্রায় ৭৬২ গ্রাম হেরোইন উদ্ধার করে। তার পরেই গ্রেফতার করা হয় মরিওম খাতুন নামে ওই যুবতীকে। এই হেরোইনের বাজারমূল্য প্রায় কয়েক কোটি টাকা। হেরোইনগুলো বীরভূমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুন: ভাইবোনের ঝগড়ার মাঝেই ধারালো ছুরি দিয়ে কোপ! মারাত্মক কাণ্ড জলপাইগুড়িতে
বৃহস্পতিবার ধৃতকে আদালতে পাঠায় পুলিশ। হেরোইন চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তার তদন্তে করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ। তবে মাদক পাচারের ঘটনায় যুবতীকে ব্যবহার করছিল পাচারকারীরা বলেই সন্দেহ পুলিশের। অন্যদিকে, এই মাদক পাচারের সঙ্গে আরও কারা জড়িত আছে তারও তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গিয়েছে ।
কৌশিক অধিকারী