অভিযুক্তকে আটকে রেখে পুলিশের হাতে দিলেন স্থানীয়রা। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। জানা গিয়েছে, এদিন স্থানীয় যুবক প্রসেনজিৎ ওঁরাও তার মাকে আঘাত করলে তাঁর মাথা ফেটে যায়। মা স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসাও করান। এদিন রাতে ছেলেকে খেতে ডাকলে ছেলে ফের মায়ের বুকে ক্রমাগত লাথি চালায় বলে অভিযোগ।
আরও পড়ুন: আদালতের চাপে হল কাজ, বিরাট সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের! বিরোধীদের মুখে চওড়া হাসি
advertisement
বাবা বাঁচাতে এলে তার গলা চেপে ধরে বলে অভিযোগ। ছেলের জোর লাথিতে মৃত্যু হয় মায়ের। মৃত মহিলার নাম ভাদো ওঁরাও (৬২)। পরবর্তীতে স্থানীয়রা ছেলেকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ ও অভিযুক্ত ছেলেকে আটক করে নিয়ে যায়।
আরও পড়ুন: সব ভোটকর্মীর ব্যাগে কার্বলিক অ্যাসিড ঢুকিয়ে দিচ্ছে কমিশন, কারণ জানলে চমকে যাবেন!
ছেলের বাবা বন্ধন ওঁরাও-এর দাবি, ‘ছেলে নেশা করে প্রায়শই মারধর করে, তবে আজ কী কারণে এমন কাণ্ড ঘটাল তার জানা নেই।’ স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রথমে লাঠি দিয়ে আঘাত করে এবং লাথি মারে।মাঝেমধ্যেই এই ধরনের ঘটনা ঘটাত অভিযুক্ত ছেলে।
সুরজিৎ দে