সোমবার স্বাস্থ্যকেন্দ্রের ল্যাব টেকনিশিয়ান প্রথমে বিষয়টি টের পান। প্রতিদিনের মতোই শুক্রবার তিনি চাবি দিয়েই বাড়ি গিয়েছিলেন। সোমবার স্বাস্থ্যকেন্দ্রের ল্যাব খুলতে গিয়ে তিনি দেখেন দরজা খোলা। ভিতরে পড়ে রয়েছে বিরিয়ানির প্যাকেট, কম্বল-সহ বিভিন্ন জিনিস। প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা ওই রুমের মধ্যেই বিরিয়ানি খাওয়া দাওয়া করে স্বাস্থ্যপরীক্ষার মূল্যবান যন্ত্রপাতি নিয়ে চম্পট দিয়েছে। জানা গিয়েছে, ওই সমস্ত জিনিসপত্রের বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা।
advertisement
আরও পড়ুন: মর্মান্তিক দুর্ঘটনা হুগলিতে, লরির চাকায় পিষে মৃত্যু ২ জনের! আহত আরও
আরও পড়ুন: আদালতের রায়ে চাকরি গিয়েছে মা'র, তারপরই মেয়ের পরিণতি শুনলে পায়ের তলার মাটি সরে যাবে!
স্থানীয় এক ব্যক্তি বলেন, 'ঘটনার খবর পাওয়া মাত্র এসে দেখি স্বাস্থ্যকেন্দ্রে চুরি হয়ে গিয়েছে।' অবাক হয়ে তিনি জানান, এখানে চুরি হওয়ার কথা নয় কিন্তু কী ভাবে হল এটাই অবাক করা। তিনি বলেন, 'এভাবে যদি আশেপাশে এলাকায় চুরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কিত হয়ে পড়বে তাই অতি অবশ্যই পুলিশর টইলদারি রাখতে হবে।' পুরো ঘটনার খবর পায় খানাকুল থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
শুভজিৎ ঘোষ






