১৫ দিনের মধ্যে অশোকনগর থানা এলাকায় পরপর তিনটি সোনার দোকানে চুরি। এ নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার ব্যবসায়ীরা। চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক দুষ্কৃতীরা খুলে পাশে একটি জায়গায় ফেলে যায় চোর। হার্ডডিক্সটি উদ্ধার করে পুলিশ।
advertisement
আরও পড়ুন: কয়েক ঘণ্টার কালবৈশাখীতে মারাত্মক পরিস্থিতি হুগলিতে, বিদ্যুৎহীন বিরাট এলাকা
আরও পড়ুন: মশার ধূপের ধোঁয়ায় দমবন্ধ, ঘুমের মধ্যেই মর্মান্তিক মৃত্যু ৬ জনের! দিল্লিতে চাঞ্চল্যকর কাণ্ড
দোকান মালিক নবীন দাস বলেন, সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁর কাছে খবর আসে দোকান চুরির। দোকানে এসে দেখেন দোকানের দেওয়াল কেটে চুরি হয়েছে দোকানে থাকা সামগ্রী। ব্যবসায়ীর অভিযোগ, পরপর এলাকায় চুরির ঘটনা ঘটছে। পুলিশকে আরও সজাগ হতে হবে। চুরির ফলে ব্যবসায়ী, সাধারণ মানুষের রাত হলেই অশোকনগর থানা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে।
জিয়াউল আলম