TRENDING:

Crime News: গাছে ঝুলছে ওটা কী? রক্তে ভাসছে এলাকা! ইসলামপুরে ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:

Crime News: ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ধনসিমগছ এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চোপড়া: স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে পলাতক স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ধনসিমগছ এলাকায়।
গাছে ঝুলছে ওটা কী?
গাছে ঝুলছে ওটা কী?
advertisement

উল্লেখ্য বৃহস্পতিবার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের কুলাগাঁও গ্রামে সপিতউদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছিল। এই ঘটনায় গুরুতর জখম হন অভিযুক্তের স্ত্রী মালেখা খাতুন। পরিবারের সদস্যরা গুরুতর জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এরপর ওই মহিলার অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করে কর্তব্যরত চিকিৎসকরা।

advertisement

আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনার পর বিরাট সিদ্ধান্ত রেলের! রেলে যাঁরা চাকরি করেন, তাঁদের জন্য বড় খবর

ঘটনার পর থেকেই সুপিতউদ্দিন পলাতক ছিলেন। শুক্রবার সকালে চোপড়া থানার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের ধনসিমগছ এলাকায় ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তি তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রাণে মারার চেষ্টা করে ছিল। ঘটনার পর থেকে পলাতক ছিল ওই ব্যক্তি বলে অভিযোগ। এদিন সকালে মাঠের একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় কিছু স্থানীয় বাসিন্দারা।

advertisement

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা হতে পারে, ৪ মাস আগেই সাবধান করেন রেলকর্তা! করমণ্ডল-কাণ্ডে চাঞ্চল্যকর রিপোর্ট

খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

চঞ্চল মোদক

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: গাছে ঝুলছে ওটা কী? রক্তে ভাসছে এলাকা! ইসলামপুরে ভয়ঙ্কর কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল