একে একে দেখা যায় দেবী মূর্তিতে থাকা সোনার তৈরি জিভ, তিনটি সোনার চোখ এবং বেশ কয়েকটি সোনার টিপ উধাও। সোনার গয়না এবং প্রণামী বাক্সে থাকা নগদ অর্থ সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার চুরি গিয়েছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সদস্যরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর।
advertisement
আরও পড়ুন: প্রতিবেশী রংমিস্ত্রি 'কাকু'র লালসার শিকার নাবালিকা, কেন মা-কে জানায়নি? কারণ শুনলে চমকে যাবেন
মন্দিরে এবং মুদির দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বনবনিয়া এলাকায়। স্থানীয়রা দাবি তুলেছেন দিন কয়েক আগে এলাকার একটি সোনার দোকানে দেওয়াল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। ফের একই এলাকায় চুরি। গোটা চুরির ঘটনার তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ।
আরও পড়ুন: বাড়িতে ফোন করে বাবা জানাল, ছেলেকে শ্বাসরোধ করে জমিতে পুঁতে রেখেছি! উস্তিতে মারাত্মক ঘটনা
অন্যদিকে, ফিল্মি কায়দায় চুরি হয়েছে পিংলায়। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত দুজিপুর বাজার এলাকায় এই কাণ্ড ঘটে। এলাকার বাসিন্দা নির্মল দাসের বাড়ি থেকে নগদ প্রায় ৮০ হাজার টাকা-সহ প্রায় ২৫ ভরি সোনা, চুরি করে নিয়ে পালায় চোর। নির্মল দাসেরর ছেলে জানান 'পিংলার মহিষগড় এলাকায় পূর্বগৃহ রয়েছে, ঘণ্টা কয়েকের জন্য আমরা সকলে বেড়াতে যাই। আর সেই সুযোগে চোর চুরি করে নিয়ে যায়। আমরা যখন বাড়ি ফিরে দেখি বাড়ির সামনের দরজা সব তালাগুলো ভাঙা রয়েছে। বাড়িতে ঢুকে যখন দেখলাম বাড়িতে কিছুই নেই আমরা সর্বস্বান্ত হয়ে গিয়েছি। এর আগে কখনও আমাদের এলাকায় এই ধরনের ঘটনা কখনও ঘটেনি।' বাড়ির সম্মুখে রয়েছে বাজার, এত লোকের সমাগম, তা সত্ত্বেও কী ভাবে হল চুরি তা নিয়ে উঠছে প্রশ্ন। পিংলা থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জিয়াউল আলম