TRENDING:

First Covid- 19 Vaccine for children in India: শিশুদের জন্য করোনার প্রথম ভ্যাকসিনে ছাড়পত্র দিল ভারত

Last Updated:

কোভ্যাক্সিনের পর এটিই ভারতে তৈরি করোনার দ্বিতীয় ভ্যাকসিন (First Covid- 19 Vaccine for children in India|| ZyCov-D)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: শিশুদের জন্য দেশের প্রথম ভ্যাকসিনে অনুমোদন দিল ভারত৷ এ দিনই জাইডাস ক্যাডিলার তিন ডোজের করোনা টিকার জরুরি ব্যবহারে ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই৷ প্রাপ্তবয়স্কদের পাশাপাশি ১২ বছরের ঊর্ধ্বে শিশুদের উপরেও এই জাইডাস ক্যাডিলার ডিএনএ গোত্রের ভ্যাকসিনের জরুরি ব্যবহার করা যাবে৷ এই নিয়ে ভারতে করোনার ষষ্ঠ ভ্যাকসিন অনুমোদন পেল৷
advertisement

সংস্থার তরফে জানানো হয়েছে, জাইকোভ-ডি (ZyCov-D) নামে এই ভ্যাকসিনের ১০ থেকে ১২ ডোজ বছরে ভারতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই ভ্যাকসিন উৎপাদন করে মজুত করার কাজ শুরু করেছে সংস্থা৷

গত ১ জুলাই জাইকোভ-ডি নামে এই ভ্যাকসিনের অনুমোদনের জন্য আবেদন করেছিল জেনেরিক ওষুধ নির্মাতা সংস্থা জাইডাস ক্যাডিলা৷ দেশজুড়ে প্রায় ২৮ হাজার স্বেচ্ছাসেবকের উপরে চূড়ান্ত পর্যায়ের প্রয়োগের পর এই ভ্যাকসিনের ৬৬.৬ শতাংশ কার্যকরিতা প্রমাণিত হয়েছে৷

advertisement

জাইকোভ-ডি করোনা প্রতিরোধে বিশ্বের প্রথম প্লাজমিড ডিএনএ ভ্যাকসিন৷ করোনা ভাইরাসের জিনগত উপাদান ব্যবহার করেই রোগ প্রতিরোধে প্রয়োজনীয় প্রোটিন তৈরির জন্য শরীরের ডিএনএ বা আরএনএ-কে নির্দেশ দেয় এই ভ্যাকসিন৷

সেরা ভিডিও

আরও দেখুন
'রনা' ডাকাতের নাম থেকেই হয় আজকের 'রানাঘাট'! আগে নাম কি ছিল জানেন? রনা ডাকাতের পরিচয় জানুন
আরও দেখুন

জাইডাস ক্যাডিলার এই ভ্যাকসিনটি ভারত সরকারের বায়োটেকনোলজি বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হয়েছে৷ কোভ্যাক্সিনের পর এটিই ভারতে তৈরি করোনার দ্বিতীয় ভ্যাকসিন৷ নির্মাতা সংস্থার তরফে আরও দাবি করা হয়েছে, তাদের তৈরি এই ভ্যাকসিন ডেল্টা ভ্যারিয়ান্ট সহ করোনার নতুন মিউট্যান্ট-গুলিকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে৷ এমন কি, প্রথাগত সিরিঞ্জের বদলে সুঁচবিহীন সিরিঞ্জ দিয়েও এই ভ্যাকসিন প্রয়োগ করা সম্ভব৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
First Covid- 19 Vaccine for children in India: শিশুদের জন্য করোনার প্রথম ভ্যাকসিনে ছাড়পত্র দিল ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল