করোনা মহামারি রুখতে ২১ দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ তারপরেও ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ এ হেন পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বাড়ানোর বিষয়ে ভাবনা-চিন্তা শুরু হয়৷গত তিন সপ্তাহে তিনবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদি ৷ দশটি রাজ্য প্রধানমন্ত্রীকে লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর আবেদন করেছেন ৷ অনেক রাজ্যে ইতিমধ্যেই সেই লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে৷ যেমন ওডিশা প্রধানমন্ত্রীর ঘোষণার আগেই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনে ঘোষণা করেছেন৷
advertisement
প্রধানমন্ত্রী বলেন, 'রাজ্য ও কেন্দ্রকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হবে৷ আপানাদের প্রত্যেকের কথা মাথায় রাখব ৷ কাঁধে কাঁধ মিলিয়ে Covid-19 র বিরুদ্ধে যুদ্ধ করব ৷ আমি ৭ দিন ২৪ ঘণ্টাই রয়েছি, আপনারা যখন দরকার ফোন করবেন৷'
Location :
First Published :
April 11, 2020 9:25 PM IST