আক্রান্ত করোনা হেল্পলাইনের কর্মী৷ কেতুগ্রামের বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন৷ করোনা আক্রান্তের সংস্পর্শে আসেন তিনি৷ রাজারহাটের কোয়ারান্টিন সেন্টারে ছিলেন ওই মহিলা৷ ৩ দিন আগে কলকাতা থেকে কেতুগ্রামে ফেরেন মহিলা৷ নির্দিষ্ট সময় শেষের আগেই ছাড় দেওয়া হয় ওই হেল্পলাইনের কর্মরত মহিলাকে ৷ তারপরে বাড়ি যাওয়ার পরই উপসর্গ সামনে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ সোমবার মহিলার রিপোর্ট পজিটিভ আসে৷ এরপরেই কেতুগ্রাম থানায় খবর দেওয়া হয় ৷ মহিলাকে দুর্গাপুর হাসপাতালে আনা হয় ৷ ১৪ দিনের আগে কেন ছাড়, তা নিয়ে প্রশ্ন তুলছে এলাকার মানুষ৷
advertisement
Location :
First Published :
May 12, 2020 7:39 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আতঙ্কের করোনা থাবা- কোয়ারেন্টাইন সেন্টার থেকে মিলল ছুটি, বাড়ি ফিরে সংক্রমিত মহিলা