TRENDING:

করোনা কেড়ে নিল হলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর প্রাণ !

Last Updated:

বিখ্যাত হরর ছবি ‘Witchfinder General’ খ্যাত এই অভিনেত্রী দিন কয়েক আগেই করোনায় আক্রান্ত হন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: মারণ করোনা ভাইরাস থাবা বসিয়েছে গোটা বিশ্বেই ৷ পৃথিবী জুড়ে চলছে মৃত্যুমিছিল ৷ করোনায় এবার মৃত্যু হল ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথেরও ৷ তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর ৷ বিখ্যাত হরর ছবি ‘Witchfinder General’ খ্যাত এই অভিনেত্রী দিন কয়েক আগেই করোনায় আক্রান্ত হন ৷ শেষপর্যন্ত হিলারির মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর পূত্র অ্যালেক্স উইলিয়ামস।
advertisement

ফেসবুকে অ্যালেক্স লিখেছেন, ‘‘গত সপ্তাহে করোনাভাইরাসে আমার মা অভিনেত্রী হিলারি হিথের মৃত্যু হয়েছে। তিনি ছিলেন ষাট ও সত্তরের দশকের সেরা অভিনেত্রী। নব্বইয়ের দশকে চলচ্চিত্র প্রযোজক হিসাবেও সাফল্য পান তিনি।’’

ইংল্যান্ডের লিভারপুলে হিলারির জন্ম। হলিউডে তাঁর অভিষেক ঘটে ১৯৬৮ সালে। মাইকেল রিভসের হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’-এ অভিনয় করেছিলেন। প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি। সিনেমায় অভিনয়ের পাশাপাশি হিলারি প্রযোজনাও করেছেন। তাঁর প্রযোজিত সিনেমার মধ্যে ‘অ্যান আউফুলি বিগ অ্যাডভেঞ্চার’ এবং ‘নিল বাই মাউথ’ অন্যতম। ছবি দুটি ১৯৯৫ সালে ও ১৯৯৭ সালে মুক্তি পায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি করেছিলেন হিলারি। অভিনয়ের পাশাপাশি সারাবিশ্বের বিভিন্ন ক্লিনিকে তিনি মনোরোগ বিশেষজ্ঞ হিসেবেও কাজ করেছেন।

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা কেড়ে নিল হলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর প্রাণ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল