আর এই ভার্চুয়াল সোশ্যাল মিডিয়ার এই দুরন্ত জনপ্রিয়তাকেই কাজে লাগাতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাও নিজেদের একাধিক বার্তার Tiktok Video শেয়ার করছেন ৷ WHO -র পক্ষ থেকে জানানো হয়েছে কীভাবে সতর্কতা বজায় রেখে তারপরেই লড়াই করা যাবে মারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে ৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আধিকারিকদের এই ভিডিওগুলি মানুষ প্রচুর পরিমাণে দেখছেন এবং তা শেয়ার করছেন ৷ এই মুহূর্তে তাদের পক্ষ থেকে যে ভিডিওটি শেষ জারি করা হয়েছে তাতে তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বার্তা দেওয়া হয়েছে ৷
advertisement
জানানো হচ্ছে প্রাথমিকভাবে যে বলা হয়েছে বৃদ্ধ ও শিশুরা এই মারণ রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারেন সেটাই শুধু নয় ৷ তরুণরাও একইভাবে এই মারণ রোগের জেরে সপ্তাহের পর সপ্তাহ হাসপাতাল বন্দি হবেন ৷ তাই সাবধান থাকুন, লকডাউন থাকুন বেরোবেন না ৷
দেখে নিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরুণ প্রজন্মের জন্য স্পেশাল টিকটক ভিডিও বার্তা ৷
@who
“Young people are not invincible from ##COVID19”- Dr Tedros ##coronavirus
এদিকে এই মুহূর্তে এই ভিডিওর ভিউ হয়েছে ৯৮ লক্ষ ৷ আর লাইকও করেছেন প্রায় ৫ লক্ষ মানুষ ৷ এদিকে বিশ্ব সংস্থা নিজেদের টিকটক হ্যান্ডেলে এর আগেও একাধিক ভিডিও শেয়ার করছে ৷ সাধারণ মানুষকে আবেদন শুধুই বিনোদন নয় নিজেদের সচেতন করতেও দেখুন টিকিটকের এই ভিডিওগুলিও ৷
@who
##SafeHands challenge with our Goodwill Ambassador Dr Natalia Becker. ##COVID19 ##coronavirus
@who
“We have a simple message for all countries: test, test, test!”- Dr Tedros ##COVID19 ##coronavirus
@who
How does ##COVID19 spread? ##coronavirus