advertisement
এই টুইটের কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠির উত্তর লিখে পাঠালেন রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীর মতই রাজ্যপালও পাঁচ পাতার চিঠি লিখে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে। চিঠিতেও মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজভবন সূত্র মারফত জানা গেছে চিঠিতে মূলত রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে সাংবিধানিকভাবে ব্যর্থ বলে দাবি করেছেন। শুধু তাই নয় রাজ্যপাল চিঠিতে এও দাবি করেছে মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে সংবিধানকে অবজ্ঞা করেছেন। চিঠিতে তিনি বলেছেন, ‘আপনি সংবিধানের ১৬৬ ও ১৬৭ নম্বর ধারা অবজ্ঞা করেছেন। আপনি আমার একটি এসএমএস এর উল্লেখ করেছেন। অন্য এসএমএসের উল্লেখ করেননি। অন্য এসএমএসে আমার স্পষ্ট বক্তব্য ছিল। ফোনে আপনার ক্ষোভ পছন্দ হয়নি। আপনার সঙ্গে শান্তভাবে আলোচনা চাই। মানুষের বিপদে আমি ঘুমোতে পারি না। আপনি কেন সংঘাতে যাচ্ছেন?’ মুখ্যমন্ত্রীকে চিঠির উত্তরে রাজ্যপাল রাজ্যের মন্ত্রীদের প্রসঙ্গ নিয়েও কড়া ভাষায় উত্তর দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি চিঠিতে লিখেছেন, ‘আপনার মন্ত্রীরা লাগামছাড়া মনোভাব দেখিয়েছেন। আপনি নীরব থেকে তা সমর্থন করছেন।’
রাজ্যপালের পাঠানো চিঠিতে ধারাগুলি সম্পর্কেও বিস্তারিত উল্লেখ করে দেওয়া হয়েছে বলেও রাজভবন সূত্রে খবর। এদিকে, করোনা আবহে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর মধ্যে চিঠি পাল্টা চিঠি নিয়ে কড়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক মহলেও। এদিন রাজ্যপাল টুইট করে জানান, ‘প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর বৃহস্পতিবার পাঠানো হল। শুক্রবারও আরও বেশ কিছু বিষয় নিয়ে চিঠির উত্তর দেওয়া হবে। সবার জানা উচিত চিঠির প্রসঙ্গ নিয়ে। বলে রাখতে চাই কেউ আইনের ঊর্ধ্বে নন।’
সোমরাজ বন্দোপাধ্যায়