দৈনিক সংক্রমণ খানিকটা কমলেও, মৃত্যুর হার ভাবাচ্ছে স্বাস্থ্য দফতরকে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে (Death Toll) আরও ১৫৬ জনের। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৩৬৪ জনে। রবিবার রাজ্যে মোট করোনা স্যাম্পল পরীক্ষা হয়েছে ৬৯ হাজার ১৪৫ জনের। এ নিয়ে রাজ্যে মোট স্যাম্পল পরীক্ষা হল ১,১৮,৫৬,৪১৬ জনের।
advertisement
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, সুস্থতার হারের দিকেও নজর দিতে হবে। গত একদিনে বাংলায় করোনাজয়ী হয়েছেন আরও ১৯ হাজার ৪২৯ জন। শনিবারের তুলনায় বেশ কয়েকজন বেশি সুস্থ হয়েছেন। রবিবার করোনায় আক্রান্তের তুলনাতেও এর হার বেশি থাকায় স্বাভাবিক ভাবেই এটি ইতিবাচক খবর। লকডাউনের ইতিবাচক প্রভাবও বটে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনা জয় করেছেন মোট ১১,২২,২০১ জন। রাজ্যে এই মুহূর্তে করোনার মোট সক্রিয় রোগী রয়েছেন ১,৩০,৫২৫ জন।
সংক্রমণের দিক থেকে সবচেয়ে উপরে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় ৩৭৭১ জন করোনা রোগীর খোঁজ মিলেছে। এর পরেই রয়েছে কলকাতা। একদিনে কলকাতায় আক্রান্ত ৩০৫৬ জন। এর পর রয়েছে হাওড়া, নদিয়া, দার্জিলিং, জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুরের মতো জেলা। দুই বর্ধমানেরও পরিস্থিতি খারাপ। বীরভূমেও বাড়ছে করোনার প্রকোপ। বিশেষজ্ঞদের মত, এই পরিস্থিতি চলতে থাকলে, বিশেষ করে করোনায় মৃতের সংখ্যা না কমলে ফের হয়তো কার্যত লকডাউন আরও বাড়ানোর কথাই ভাববে নবান্ন। যদিও তা নিয়ে এখনও সরকারি ভাবে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। আপাতত ৩০ মে পর্যন্ত কার্যত লকডাউন চলছে গোটা বাংলায়।
