গত দুইদিন ধরে দেশে করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা বেশ কিছুটা কমেছে। এ রাজ্যও তার ব্যতিক্রম নয়। তবে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এবং সক্রিয় করোনা রোগীর সংখ্যা কিছুটা কমলেও করোনা সংক্রমনের হার যথেষ্ট উদ্বেগে রেখেছে চিকিৎসক মহলকে। গত কয়েকদিনের মত উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং জেলায় করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। তবে রাজ্যে সবার উপরে যথারীতি শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া।
advertisement
রাজ্যে গত বেশ কয়েকদিন ধরেই করোনা আক্রান্ত প্রায় প্রতিদিনই আটশোর উপরে থাকছিল। সেখান থেকে গত দুদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা কমে। এদিন তা অনেকটাই কমে যায়। রাজ্যে গত ২৪ ঘন্টায় ৬১৫ জন করোনা আক্রান্ত হয়েছে। তবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেকটাই বাড়ল। রবিবার করোনা আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছিল আর সোমবার একেবারে দ্বিগুণ হয়ে ১৪ জনের মৃত্যু হল। করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ৬৬৭ জন। মাঝে পরপর কয়েকদিন করোনা আক্রান্ত থেকে করোনা মুক্ত হওয়ার সংখ্যা বেশি থাকলেও রবিবারের পর আবারও আক্রান্ত থেকে সুস্থ হওয়ার সংখ্যা অনেকটা বাড়ল। বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আট হাজারের নিচে নেমে ৭ হাজার ৯৪৫ জন। তবে উদ্বেগ বাড়িয়ে গোটা রাজ্যে গত ২৪ ঘণ্টায় মাত্র ২৬ হাজার ৩০৬ জনের করোনা পরীক্ষা হয়েছে, যার মধ্যে ৬১৫ জন করোনা পজিটিভ। রাজ্যে করোনা পজিটিভিটি রেট গতকালের১.৮১% থেকে এক ধাক্কায় অনেকটাই বেড়ে ২.৩৪% হল।
আরও পড়ুন - Ban vs Pak: Viral Video: ‘বেইমানি’ করে পাকিস্তান জিতল শেষ T20 ম্যাচ, নাটকীয় মুহূর্ত এখন Viral Video
রাজ্যের মধ্যে যথারীতি করোনা আক্রান্তের ক্ষেত্রে কলকাতার রেকর্ডকে অন্য কোন জেলা টপকাতে পারছে না। কলকাতায় করোনা আক্রান্ত সবথেকে বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৭৩ জন করোনা আক্রান্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে ৫ জনের। অন্যদিকে এরপরই উত্তর ২৪ পরগনা জেলায় ১৩৮ জন করোনা আক্রান্ত হয়েছে এবং করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। নতুন করে কলকাতার পাশের হাওড়া জেলায় আক্রান্ত বেশ কিছুটা বেড়ে হয়েছে ৩৭ জন,মৃত্যু হয়েছে ১ জনের। দক্ষিণ ২৪ পরগনা জেলাও পিছিয়ে নেই, সেখানে করোনা আক্রান্ত হয়েছে ৫১ জন। অন্যদিকে হুগলি জেলাতেও করোনা আক্রান্ত হয়েছে ৪৯ জন, মৃত্যু হয়েছে একজনের। নদীয়া জেলায় গত বেশ কয়েকদিন পর আক্রান্তের সংখ্যা কমে হল ১৮ জন, মৃত্যু ২ জনের। তবে বীরভূম জেলায় গত কয়েকদিন করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও এ দিন বেশ কিছুটা বেড়ে আক্রান্তের সংখ্যা ২১ জন।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় করোনা আক্রান্ত সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ১৭ জন। এরপর দার্জিলিং জেলায় আক্রান্ত ১৪ জন। এরপর জলপাইগুড়ি জেলায় ১২ জন আক্রান্ত ,কোচবিহার জেলায় আক্রান্ত ১০ জন।
তবে এদিন রাজ্যের মধ্যে সবথেকে কম করোনা আক্রান্ত হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কালিম্পং জেলায় গত ২৪ ঘণ্টায় মাত্র একজন করোনা আক্রান্ত হয়েছে। উত্তর দিনাজপুর জেলাতেও মাত্র একজন আক্রান্ত হয়েছে, মালদহ জেলায় তিন জন আক্রান্ত হয়েছে,আলিপুরদুয়ারে ৪ জন আক্রান্ত হয়েছে। অন্যদিকে দক্ষিণ বঙ্গের জেলা গুলির মধ্যে সবচেয়ে কম ঝাড়গ্রাম জেলায় দুই জন করোনা আক্রান্ত হয়েছে এবং পুরুলিয়া জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ৩ জন করে আক্রান্ত হয়েছে।
ABHIJIT CHANDA