সোমবারই ৬০০০ এর ঘর থেকে নেমে ৫০০০ এর ঘরে পৌঁছেছিল সংক্রমণ। এরপর স্বাস্থ্য ভবনের দেওয়া রিপোর্ট অনুযায়ী সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজ্যে ৫,৪২৭ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। পরীক্ষার সংখ্যা একই থাকলেও লক্ষ্যণীয় ভাবে কমেছে সংক্রমণ। সোমবারের বুলেটিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫,৮৮৭। এদিন নতুন সংক্রমণের ফলে রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ১৪,৩৭,৪৪৬।
advertisement
তবে রাজ্যে দৈনিক সংক্রমণ কমলেও উদ্বেগ কমেনি উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি নিয়ে। গত ২৪ ঘণ্টায় শুধু এই জেলাতেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন। তার পরে রয়েছে কলকাতা। সেখানে আক্রান্তের সংখ্যা ৫২৮। এ ছাড়া পূর্ব মেদিনীপুরে ৪৫২, জলপাইগুড়িতে ৪১১, দক্ষিণ ২৪ পরগনায় ৩৪১, পশ্চিম মেদিনীপুরে ৩১২, নদিয়ায় ৩০৬ ও হাওড়ায় ৩০২ জন আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। মৃত্যুর সংখ্যাতেও শীর্ষে উত্তর ২৪ পরগনা। এক দিনে সেখানে মৃত্যু হয়েছে ২৭ জনের। অন্যদিকে কলকাতায় করোনা আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৯ জনের। রাজ্যে এদিন সুস্থ হয়েছেন ১২,২৯০ জন। অ্যাক্টিভ কেস কমেছে ৬,৯৬১। ফলে রাজ্যে মোট অ্যাক্টিভ কেস নেমেছে ২০ হাজারের নীচে। সংখ্যাটা ১৯,৯২৫। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৪৭ শতাংশ।