এ নিয়ে মোট ১৪ লাখ ৫২ হাজার ৯৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন রাজ্যে । মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৭৩১ জনের ।
কিন্তু এই আশাজনক পরিস্থিতিতেও রাজ্য সরকারের কাছে মাথাব্যথা হয়ে দাঁড়াচ্ছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯২ জন ও মৃত্যু হয়েছে ২০ জনের। যা কলকাতার থেকে অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় মহানগরীতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২২ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। বৃহস্পতিবার রাজ্যে দৈনিক সংক্রমণের পরিসংখ্যান ছিল ৫ হাজার ২৭৪ জন । মৃত্যু হয়েছিল ৮৭ জনের। সেই তুলনায় কিছুটা কমেছে সংক্রমণ ও মৃত্যু।
advertisement
কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়াও পূর্ব মেদিনীপুরে ৩৭৫, নদিয়ায় ৩২০, হুগলিতে ৩৫০, দার্জিলিংয়ে ৩০১, হাওড়ায় ৩৫৫, দক্ষিণ ২৪ পরগনায় ৩২৬, পশ্চিম মেদিনীপুরে ১৯১ ও জলপাইগুড়িতে ৩০৪ জন করোনা আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়।
Location :
First Published :
June 11, 2021 8:09 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
West Bengal Corona Cases: নতুন আক্রান্তের সংখ্যা ৫ হাজারেরও নীচে, সুস্থতার হার ৯৮%
