প্রধানমন্ত্রীকে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মধ্যে জরুরী পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত, তাদেরকে দ্রুত ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হোক ৷ এটাই অনুরোধ ৷ যে সমস্ত কর্মীরা, রেল, বিমানবন্দর, বন্দর, প্রতিরক্ষা ক্ষেত্রে, ব্যাঙ্ক, বীমা, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ, কয়লার মতো সেক্টরের সঙ্গে পেশাগতভাবে যুক্ত, তাদের জন্য অবিলম্বে ভ্যাকসিনের ব্যবস্থা করা হোক ৷
advertisement
করোনার ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এর আগেও চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর আগে চিঠিতে জানিয়েছিলেন রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দিতে চায় তার সরকার। সে জন্য প্রয়োজনীয় ছাড়পত্র চেয়েছিলেন তিনি।
Location :
First Published :
May 20, 2021 4:15 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Mamata Letter to PM Modi: রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অবিলম্বে টিকা চেয়ে ফের মোদিকে চিঠি মমতার
