সারা পৃথিবী এই মুহূর্তে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছে ৷ এই লড়াইতে সক্রিয় ভারতও এই বার্তা দেন বিশ্বমঞ্চে ৷ মোদি জানান করোনার বিরুদ্ধে লড়াইতে পৃথিবর ১৫০ দেশকে ওষুধ দিয়ে সাহা়য্য করেছে ভারত ৷
নরেন্দ্র মোদি বলেছেন, ‘In our joint fight against coronavirus, we have extended medical and other assistance to over 150 countries. Today, the United Nations brings together 193 member countries. Along with its membership, the expectations from the organisation have also grown.’ অর্থাৎ ‘করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের যুগ্ম লড়াইয়ে আমরা মেডিক্যাল ও অন্যান্য সাহায্য দিয়েছে ১৫০ দেশকে ৷ আরও অনেক সদস্যের সঙ্গে আজ রাষ্ট্রসঙ্ঘের ১৯৩ জন সদস্য রয়েছে৷ আমরা সকলকে নিয়ে বড় হয়ে উঠছি ৷ ’
advertisement
রাত সাড়ে আটটায় শুরু হয় নরেন্দ্র মোদির এই ঐতিহাসিক ভাষণ ৷ সিকিউরিটি কাউন্সিলে ভারতের নির্বাচন হওয়ার পর এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি -র প্রথম ভাষণ হবে ৷
প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন নরওয়ের এরনা সোলবার্গ ভাষণ দেবেন ৷ এছাড়াও থাকবেন ইউএনের সেক্রেটারি জেনেরল আন্তোনিও গাটারস ৷