১. কোভিডে মৃত্যু হওয়া সংস্থার কর্মীদের প্রত্যেক পরিবারকে আগামী ৫ বছরের জন্য তাঁরা শেষ যে বেতন পেতেন, সেটাই দেওয়া হবে ৷
২. করোনায় মৃত্যু হওয়া কর্মীদের ছেলেমেয়েকে পড়াশোনার ১০০ শতাংশ খরচ (টিউশন ফি), হোস্টেলে থাকার খরচ এবং গ্র্যাজুয়েশন পর্যন্ত দেশের যে কোনও স্কুল-কলেজে বইয়ের খরচ দেবে রিলায়েন্স ৷
৩. কর্মীদের পরিবারের (স্ত্রী, স্বামী, বাবা-মা এবং ছেলেমেয়ে) প্রত্যেককেই হাসপাতালের ইনস্যুরেন্স কভারেজ বাবদ প্রিমিয়ামের ১০০ শতাংশ দেওয়া হবে ৷
advertisement
এর পাশাপাশি সংস্থার কর্মীরা নিজে অথবা তাঁদের পরিবার করোনায় আক্রান্ত হলে, তাঁরা প্রত্যেকেই ‘স্পেশাল কোভিড লিভ’ ব্যবহার করে ছুটি নিতে পারবেন ৷ শারীরিক এবং মানসিকভাবে এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ানোই সবার কর্তব্য বলে মনে করে রিলায়েন্স ৷ তাই করোনায় আক্রান্ত সংস্থার কর্মীরা এবং তাঁদের পরিবার যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, তার জন্য তাঁদের সবরকম সাহায্য করতে প্রস্তুত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৷
এর পাশাপাশি Family Support and Welfare Scheme for 'Off-Roll' Workforce -এর কথাও এদিন ঘোষণা করেছে সংস্থা ৷ কোভিডে মৃত্যু হওয়া সংস্থার সঙ্গে যুক্ত অফ-রোল কর্মীদের পরিবারের (Nominee) হাতেও ১০ লক্ষ টাকা সরাসরি তুলে দেওয়া হবে ৷ আর এই দায়িত্ব পুরোপুরি Reliance Foundation-এর ৷
