এত কম বয়সে ইন্ডাস্ট্রির অন্যতম সেরা সঙ্গীত পরিচালককে হারানোর শোকে বিহ্বল গোটা বলিউড ৷ কিন্তু যন্ত্রণার বিষয় এটাই যে ওয়াজিদের শেষযাত্রাতেও তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরা কেউ সামিল হতে পারলেন না ৷ মুম্বইয়ের ভারসোভার কবরস্থানেই সোমবার শেষকৃত্য সম্পন্ন হয় ওয়াজিদের ৷
সংবাদসংস্থা পিটিআই-কে ওয়াজিদের দাদা সাজিদ খান জানান, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি ওয়াজিদের রিপোর্ট করোনা পজিটিভ ছিল বলেও জানান তিনি ৷ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যাতেও ভুগছিলেন ওয়াজিদ ৷
জানা গিয়েছে, গত চারদিন ধরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ওয়াজিদ খান। কিডনিতে ইনফেকশন নিয়ে ভর্তি হন তিনি। দিন কয়েক আগেই তাঁর কিডনিতে অস্ত্রোপচারও হয়েছিল। রবিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ওয়াজিদ।
জনপ্রিয় সঙ্গীত পরিচালক ( সাজিদ-ওয়াজিদ জুটি হিসেবেই পরিচিত ছিলেন) ওয়াজিদ খানের মৃত্যুর পর শোক প্রকাশ করে ট্যুইট করেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখও। এই কঠিন সময়ে ওয়াজিদ খানের পরিবার, বন্ধু এবং তাঁর ফ্যানরা যাতে আরও শক্তি পায় মনের দিক থেকে, সে বিষয়ে প্রার্থনা করেন অনিল দেশমুখ।