ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দুই যুবক রাস্তার মাঝে উত্তাল ‘নাগিন ডান্স’ করছে। IANS সুত্রের খবর, এই ভিডিওটি রাজস্থানের ঝলাওয়ার জেলার। লকডাউনের সময়ে কোনও কারণ ছাড়াই বাড়ির বাইরে বেরোনোর কারণে ওই দুই যুবককে এমন শাস্তি দেয় পুলিশ। হাত দিয়ে সাপের ফণার মতো ভঙ্গি করে যখন তারা নাগিন ডান্স করে, তখন বেশ কয়েকজন পুলিশ সেই নাচের ভিডিও বানিয়ে নেন। অনেকে আবার তাদের নাচ চালিয়ে যেতে উৎসাহও দেন।
advertisement
এর কিছু দিন আগে এই রকমই এক ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। ভিডিওটি ছিল মধ্যপ্রদেশের ইন্দোর বাজারের। মাস্ক না পরায় শাস্তি দেওয়ার ক্ষেত্রে এক অভিনব পদ্ধতি অবলম্বন করেন ওই জেলার এক প্রশাসনিক কর্তা। মাস্ক না পরেই বাড়ির বাইরে বেরিয়ে পড়ে ২০ জনের মতো লোক। তাদের মধ্যে কাউকে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে চলতে তো কাউকে কান ধরে ওঠবোস করার নিদান দেন ওই কর্তা। সেই সঙ্গে বাজানো হয় ড্রামও। এই ধরের এক অভিনব ‘রোড শো’ দেখতে ভিড় জমান বহু মানুষ।
মাস্ক না পরার শাস্তি দিতে গিয়ে এই ভাবে ভিড় জমানোর ভিডিও দেখে রীতিমতো ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। এমনকি ওই প্রশাসনিক কর্তার শাস্তির দাবি পর্যন্ত করা হয়।
