TRENDING:

IMA on Ramdev: আধুনিক বিজ্ঞান নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য, চিকিৎসদের ক্ষোভের মুখে রামদেব

Last Updated:

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে পতঞ্জলি যোগপীঠ (Patanjali Yogpeeth Trust) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অ্যালোপ্যাথি চিকিৎসা (Allopathy) নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য করার জন্য যোগগুরু রামদেবকে (Yagaguru Ramdev) আইনি নোটিশ পাঠাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (Indian Medical Association)৷ সোশ্যাল মিডিয়ায় বাবা রামদেবের এই ভিডিও ভাইরাল হয়েছে৷ যেখানে তিনি আধুনিক চিকিৎসা বিজ্ঞান (modern medical science), অ্যালোপ্যাথির বিরুদ্ধে বিরুপ মন্তব্য করেন৷ কোন ভিত্তিতে এবং কেন এমন মন্তব্য তিনি করছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা চেয়েছে আইএমএ (IMA)৷
advertisement

সংস্থার পক্ষে থেকে রামদেবের বক্তব্যের তীব্র নিন্দা করা হচ্ছে৷ রামদেবের বক্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং তাঁকে অতিমারী ব্যাধি ধারায় (Epidemic Diseases Act)রামদেবকে পাকড়াও করার দাবি জানিয়েছে সংস্থা৷ আর তা না হলে আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে মুছে ফোলা হোক, গুরুতর দাবি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের৷

মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর (Central Health Minister)কাছে আবেদন জানানো হচ্ছে যে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়েছে যাতে যোগগুরু রামদেব বলছেন যে, আধুনিক অ্যালোপ্যাথি খুবই অর্থহীন ও ব্যর্থ বিজ্ঞান৷ নিজেদের বিজ্ঞপ্তিতে এমনই জানিয়েছে আইএমএ৷

advertisement

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে পতঞ্জলি যোগপীঠ (Patanjali Yogpeeth Trust)৷ রামদেব এমন কোনও মন্তব্য করেনি যাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে, এমনই জানানো হয়েছে তাদের পক্ষ থেকে৷ অ্যালোপ্যাথি বা আধুনিক চিকিৎসা বিজ্ঞান নিয়েও তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলে পাল্টা দাবি তুলেছে তারা৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

যুক্তি দেওয়া হয়েছে যে, যোগগুরু বাবা রামদেব একটি ফরওয়ার্ডেড হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ছিলেন যা তিনিও পেয়েছিলেন৷ শুধু তিনিই নন, এই বার্তাটি সোশ্যাল মিডিয়ায় বহু মানুষই পেয়েছেন বলে তাদের দাবি৷ একই সঙ্গে পতঞ্জলি ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রামদেব চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের খুবই শ্রদ্ধা করেন৷ তাঁরা যেভাবে করোনা মোকাবিলায় কাজ করছেন তা খুবই প্রসংশনীয় বলে তিনি মনে করেন৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
IMA on Ramdev: আধুনিক বিজ্ঞান নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য, চিকিৎসদের ক্ষোভের মুখে রামদেব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল