কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে যে নির্দেশিকা ব্যবহার করা হয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে মানবদেহে এ ধরনের ওষুধ ব্যবহার অত্যন্ত বিপজ্জনক। তাই, বাইরে ডিস-ইনফেক্ট্যান্ট ব্যবহার করতে গেলে হাতে গ্লাভস পরা-সহ বিভিন্ন সাবধানতা অবলম্বন করতে হবে।
এ ধরনের মিশ্রণ ব্যবহার করতে গেলে প্রয়োজনীয় সতকর্তা কী কী নিতে হবে, তা-ই দেওয়া আছে ওই নির্দেশিকায়। তাতে বলা হয়েছে, এই ধরনের রাসায়নিক জিনিস শুধুমাত্র খোলা দেওয়াল বা মেঝেতে ব্যবহার করতে বলা হয়। কোনও অবস্থাতেই মানুষের দেহে ব্যবহার করা যাবে না। তাতে ওই ব্যক্তি শারীরিক এবং মানসিক ভাবে অসুস্থ হয়ে যেতে পারেন। কোভিড 19 ভাইরাসের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকলেও তার গায়ে ডিস-ইনফেক্ট্যান্ট দেওয়া যাবে না। এমনকী, শরীরের ভিতরের অংশেও ওই ডিস-ইনফেক্ট্যান্ট দেওয়া যাবে না। ডিস-ইনফেক্ট্যান্টের মধ্যে যে ক্লোরিন থাকে তা এক ব্যক্তির চোখ এবং ত্বকের ক্ষতি করতে পারে। ক্ষতি হতে পারে পেটেরও। এমনকী, ক্লোরিন নাকে মুখে ঢুকে গেলে নাকের ভিতরের চামড়া, শ্বাসনালী এবং ফুসফুসের ক্ষতি হতে পারে।
advertisement
কেন্দ্রের এক কর্তা বলেন, "করোনা ভাইরাস সংক্রমণের পর থেকে এমন অনেক ভুল বোঝা মানুষকে অনেক ভাবে ক্ষতি করতে পারে। তা করোনায় অসুস্থ হওয়ার থেকে কম নয়। সে জন্যই এমন নির্দেশিকা।"
Shalini Datta