এছাড়াও এই চতুর্থদফার লকডাউনের জন্য আরও কিছু গাইডলাইন আনা হয়েছে রাজ্যে৷ শর্ত সাপেক্ষে রাজ্যে খুলবে সেলুন-বিউটি পার্লার ৷ সামাজিক দূরত্বের বিধি মেনে শুরু হবে অটো চলাচল ৷
এই দফার লকডাউনে যান চলাচলে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, তবে অবশ্যই শর্ত থাকছে তাতে৷ যেমন মুখ্যমন্ত্রী জানিয়েছে যে ২৭ মে থেকে ২জন যাত্রী নিয়ে চলতে পারে অটো এবং তারই সঙ্গে ২১ মে থেকে রাজ্যের এক জেলা থেকে অন্য জেলাতে চলবে বাস ৷ কিন্তু সেক্ষেত্রেও মানতে হবে সুরক্ষাবিধি৷
advertisement
জোড় বিজোড় নীতি মেনে খুলবে হকার্স মার্কেট ৷ জোড়-বিজোড় এই পাস দেবে পুলিশ ৷ সপ্তাহে একদিন জোড় সংখ্যার পাস পাওয়া দোকান খুলবে ৷ পরেরদিন বিজোড় সংখ্যার পাসের দোকান গুলি খুলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ দোকান খোলার পরও মানতে হবে সামাজিক দূরত্ব বিধি৷
Location :
First Published :
May 18, 2020 6:06 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বাজার আনার ৬ ঘণ্টা পর মাছ-ফল ব্যবহার করুন, নিজেদের খেয়াল নিজেরা রাখুন: মুখ্যমন্ত্রী