ট্রাম্প হোয়াইট হাউস থেকে বলেন, ‘এই মানুষগুলি সেরা, তাঁরা স্মার্ট, তাঁরা সবচেয়ে বুদ্ধিমান যে কোনও জায়গার থেকে ৷ ওঁরা AIDS-র ভ্যাকসিন তৈরি করেছেন৷ আপনারা জানেন ওঁরা এইডসের ভ্যাকসিন তৈরি করেছেন৷ অনেক কোম্পানিতে অনেক কিছু চলছে ৷ তবে এইডসের নিরাময়ে এটা কাজ করে৷’
এদিন পুলিশের কর্মপদ্ধতি নিয়ে একটি এক্সিকিউটিভ অর্ডার সই করেন আমেরিকার প্রেসিডেন্ট ৷ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর সারা দেশ জুড়ে বিক্ষোভ তুঙ্গে, এই অবস্থায় পুলিশদের নৃশংসতা নিয়ে সরব হন মার্কিন নাগরিকরা ৷ আর এরই প্রেক্ষিতে নতুন এই অর্ডারে সই করলেন ট্রাম্প ৷
advertisement
ট্রাম্প বলেন, ‘করোনা ভাইরাসের জন্য দারুণ কার্যকারী ভ্যাকসিন এই বছরের শেষের মধ্যেই তৈরি হয়ে যাবে ৷ ’পাশাপাশি সারা দেশে থেরাপটিক কিওরের ওষুধও পাওয়া যাবে ৷ যাতে ভ্যাকসিন ছাড়াও এই রোগ সেরে যায় ৷
ট্রাম্প বলেন, ‘আমার দারুণ এগোচ্ছি , আমি এই অবিশ্বাস্য প্রতিভাশালী বিজ্ঞানীদের ও চিকিৎসকদের সঙ্গে যোগ রাখি ৷ ওঁদের মস্তিষ্কের প্রতি আমার গভীর শ্রদ্ধা ৷ ওঁরা বছরের পর বছর ধরে বিভিন্ন রোগের নিরাময় নিয়ে এসেছেন ৷ ’
এই পর্বেই তাঁদেরকে AIDS-র ভ্যাকসিন আবিষ্কারের কৃতিত্বও দেন ৷তিনি বলেন , ‘এইডস আগে মৃত্যুদণ্ডের মতো ছিল ৷ কিন্তু এখন একটা ওষুধ খেয়ে মানুষ জীবনযাপন করতে পারেন ৷ ’ তিনি বলেন, ‘এটা একটা অবিশ্বাস্য ব্যাপার ৷ ’
এদিকে এখনও অবধি AIDS-র কোনও ভ্যাকসিন নেই৷ তবে এই রোগের চিকিৎসা রয়েছে, সঠিক ভাবে প্রতিরোধক ব্যবস্থা নেওয়া prophylaxis বা PrEP ওষুধ ব্যবহার করলে আর চিকিৎসকদের কথা মেনে চললে HIV আটকানো যায় ৷