তবে বিশেষজ্ঞরা একই সঙ্গে সতর্ক করছেন, মূলত ইবোলা প্রতিকারে আবিষ্কৃত এই ওষুধ কোনও চটজলদি সমাধান নয়। 'ম্যাজিক বুলেট' ভেবে নিয়ে করোনা মোকাবিলায় একে ব্যবহারও করা যাবে না।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ওষুধটি করোনা রোগীর শরীরে প্রবেশ করে, ভাইরাসটির প্রতিলিপি বানানো আটকাবে।
রবিবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন এই ওষুধের প্রস্তুতকারক সংস্থা গিলেডের চিফ এক্সিকিটিভ ড্যানিয়েল ও'ডে। তিনিই সংবাদমাধ্যমকে এফডিএ-এর ছড়পত্রের কথা প্রথম জানান।
advertisement
আপাতত ১৫ লক্ষ রেমডিসিভার তৈরি করবে এই সংস্থা। সংস্থার দাবি, করোনা চিকিৎসার প্রথম থেরাপি এই রেমডিসিভার। তা হাজারে আনার দায়িত্ব পেয়ে গর্বিত তাঁরা।
Location :
First Published :
May 02, 2020 7:38 PM IST