TRENDING:

৫০০ টাকার পাওয়ার আশায় ১৫ ঘণ্টা হাঁটার পর অসুস্থ মহিলা জানতে পারলেন চরম সত্যিটা...

Last Updated:

জনধন অ্যাকাউন্টে সরকারের পাঠানো ৫০০ টাকা তুলতে পারলে কয়েক দিন চিন্তা করতে হবে না ভেবে অশক্ত শরীরেই ১৫ ঘণ্টা হেঁটে ৩০ কিমি দূরের ব্যাঙ্কে পৌঁছলেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগ্রা: আগ্রা থেকে ফিরোজাবাদ, ৫০০ টাকার জন্য অসুস্থ শরীরে পাড়ি দিলেন ৩০ কিমি ৷ মেরুদন্ডের কঠিন অসুখের কারণে আর ভারি, শ্রমিকের কাজ করতে পারেন না ৫০ বছরের রাধা দেবী ৷ লকডাউনে বন্ধ রোজগার ৷ ঘরে একদানাও খাবার নেই ৷ জনধন অ্যাকাউন্টে সরকারের পাঠানো ৫০০ টাকা তুলতে পারলে কয়েক দিন চিন্তা করতে হবে না ভেবে অশক্ত শরীরেই ১৫ ঘণ্টা হেঁটে ৩০ কিমি দূরের ব্যাঙ্কে পৌঁছলেন ৷ কিন্তু তখনও জানতেন না চরম সত্যিটা ৷
advertisement

ফিরোজাবাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় পৌঁছে ৫০ বছরের প্রৌঢ়া জানতে পারেন তাঁর জনধন যোজনায় কোনও অ্যাকাউন্টই নেই,যেটা রয়েছে সেটা জিরো ব্যালান্স অ্যাকাউন্ট ৷ ফলে সরকারের পাঠানো ৫০০ টাকা পাওয়ার কোনও প্রশ্নই উঠছে না ৷ এত আশা নিয়ে অসুস্থ শরীরে এত দূর আসার পর এই কথা শুনে কান্নায় ভেঙে পড়েন প্রৌঢ়া ৷ তাঁর অবস্থা দেখে শেষমেষ ব্যাঙ্ককর্মীরাই তাঁকে সাহায্যস্বরূপ কিছু টাকা দেন ৷ সেই টাকা নিয়েই হতাশ প্রৌঢ়া আবার ৩০ কিমি হেঁটে ফিরে আসেন ৷ করোনা ঠেকাতে লকডাউনে রোজগার বন্ধের কারণে শুধু রাধা দেবীই নন, এরকম দুর্দশার মধ্যে পড়েছেন দেশের কোটি কোটি মানুষ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

উল্লেখ্য করোনাভাইরাসের মোকাবিলায় দেশবাসীর সাহায্যে ইতিমধ্যেই ত্রাণ প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্র ৷ যার মধ্যে অন্যতম মহিলাদের জনধন অ্যাকাউন্ট গ্রাহকদের তিন মাস ৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা ৷ Pradhan Mantri Garib Kalyan Package আওতাভুক্ত এই টাকার দ্বিতীয় কিস্তি জমা পড়তে শুরু করেছে ৪ মে অর্থাৎ আজ থেকে ৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
৫০০ টাকার পাওয়ার আশায় ১৫ ঘণ্টা হাঁটার পর অসুস্থ মহিলা জানতে পারলেন চরম সত্যিটা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল