ফিরোজাবাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় পৌঁছে ৫০ বছরের প্রৌঢ়া জানতে পারেন তাঁর জনধন যোজনায় কোনও অ্যাকাউন্টই নেই,যেটা রয়েছে সেটা জিরো ব্যালান্স অ্যাকাউন্ট ৷ ফলে সরকারের পাঠানো ৫০০ টাকা পাওয়ার কোনও প্রশ্নই উঠছে না ৷ এত আশা নিয়ে অসুস্থ শরীরে এত দূর আসার পর এই কথা শুনে কান্নায় ভেঙে পড়েন প্রৌঢ়া ৷ তাঁর অবস্থা দেখে শেষমেষ ব্যাঙ্ককর্মীরাই তাঁকে সাহায্যস্বরূপ কিছু টাকা দেন ৷ সেই টাকা নিয়েই হতাশ প্রৌঢ়া আবার ৩০ কিমি হেঁটে ফিরে আসেন ৷ করোনা ঠেকাতে লকডাউনে রোজগার বন্ধের কারণে শুধু রাধা দেবীই নন, এরকম দুর্দশার মধ্যে পড়েছেন দেশের কোটি কোটি মানুষ ৷
advertisement
উল্লেখ্য করোনাভাইরাসের মোকাবিলায় দেশবাসীর সাহায্যে ইতিমধ্যেই ত্রাণ প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্র ৷ যার মধ্যে অন্যতম মহিলাদের জনধন অ্যাকাউন্ট গ্রাহকদের তিন মাস ৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা ৷ Pradhan Mantri Garib Kalyan Package আওতাভুক্ত এই টাকার দ্বিতীয় কিস্তি জমা পড়তে শুরু করেছে ৪ মে অর্থাৎ আজ থেকে ৷