করোনা সংক্রমণ প্রতিরোধে গত তিন মাস লকডাউনের কারণে বন্ধ হয়ে পড়েছিল দোকান। Unlock 1 চালু হওয়ার পরে দোকান খুললেও সাধারণ মানুষ কোনওভাবে নিজেদের ন্যূনতম প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, ওষুধপত্র ছাড়া অন্য কেনাকাটা করতে পারছেন না । এই করোনা আবহে সাধারন মানুষের রোজগার বন্ধ হয়ে গিয়েছে।অনেকের আবার আয় অনেকটাই কমে গিয়েছে। ন্যূনতম খাদ্যসামগ্রী বা ওষুধপত্র ছাড়া অন্য কোনও কিছু ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে সাধারণ মানুষ। প্রসাধনী দ্রব্য বা ইমিটেশনের অলঙ্কার কেনার মতো সাধ বা সাধ্য এই আবহে কারণে কারও নেই। ফলে প্রসাধনী সামগ্রী বা মনিহারি দোকান খুললেও সেভাবে তা চলছে না।
advertisement
রায়গঞ্জ শহরের নিশীথ সরনীর মনিহারি দ্রব্য বিক্রেতা সুনন্দ শেখর দাস জানালেন, লকডাউনের পরে রীতিমতো স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে দোকানে প্লাস্টিক দিয়ে ঘিরে দোকান খুললেও করোনা আবহের কারণে মানুষের ক্রয় ক্ষমতা অনেকটাই কমে যাওয়ায় এই সমস্ত পণ্যসামগ্রী বিক্রেতাদের ব্যবসা একেবারেই মার খেয়ে গিয়েছে। আগে মাসে যে পরিমাণ রোজগার হত তা কমে গিয়ে তলানিতে এসে ঠেকেছে।ফলে এখন তাদের সংসার চালানোয় কঠিন হয়ে দাঁড়িয়েছে।
Uttam Paul