advertisement
করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত চলছে৷ বাংলায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে কেন্দ্রের হিসেব ও রাজ্য সরকারের হিসেব মিলছে না৷ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় লকডাউন ঠিক মতো মানা হচ্ছে না বলেও অভিযোগ তুলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ রাজ্যে ঘুরে গিয়েছে কেন্দ্রের বিশেষ দলও৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠির পরেই সরব হয়েছে বামেরা৷ বাম নেতা সুজন চক্রবর্তীর কথায়, 'রাজায়-রাজায় যুদ্ধ হচ্ছে৷ রাজ্যের কোনও গাইডলাইন নেই৷ পরিযায়ীদের নিয়ে রাজনীতি হচ্ছে৷'
কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের বক্তব্য, পরিযায়ী শ্রমিকদের ফেরানো কেন্দ্রের দায়িত্ব৷ দায় ঝেড়ে ফেলতে চাইছে কেন্দ্রীয় সরকার৷
যদিও রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের দাবি, রাজ্যের এ বিষয়ে চিন্তাভাবনা করা উচিত৷ রাজ্য দায় ঝাড়তে পারে না৷ রাজ্য সরকার তাদের মনোভাব স্পষ্ট করুক৷