TRENDING:

লকডাউনের জেরেই চাকরি হারাবেন লক্ষ লক্ষ টুরিজম কর্মী, আশঙ্কা রাষ্ট্রপুঞ্জের শাখার

Last Updated:

ডাব্লিউটিও-এর অনুরোধ, সব দেশের সরকারই যেন যাতে আন্তর্জাতিক যোগাযোগের নিষেধাজ্ঞার বিষয়টি পর্যবেক্ষণ করতে থাকে ক্রমাগত। যেন পরিস্থিতি সুবিধাজনক হলেই বিধিনিষেধ শিথিল করা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এখন প্রাণ কারছে করোনা। এরপর কাড়বে রুজি রোজগার। করোনার ধাক্কাতেই সারা পৃথিবীর কয়েক লক্ষ টুরিজম কর্মী কাজ হারাবেন বলে মনে করছেন রাষ্ট্রপুঞ্জের ওয়ার্ল্ড টুরিজম অরগানাইজেশান।
advertisement

করোনার জেরে এই মুহূ্র্তে বিশ্বের ৯৬ শতাংশ টুরিস্ট স্পটেই তালা। ইতিহাসে এর আগে এমন হয়নি, বলছেন ডব্লিউটিও-এর সদস্যরা। তাঁরা মনে করছেন এই অভিঘাতেরই ফলেই কোপ পড়বে টুরিজম ইন্ডাস্ট্রির কর্মীদের রোজগারে।

সংস্থার নতুন রিপোর্টে বলা হয়েছে, "নতুন সমীক্ষা অনুযায়ী, অতিমারীরর ফলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে ৯৬ শতাংশ ঘোরাবেড়ানোর জায়গা। পুরোপুরি বন্ধ অন্তত ৯০ শতাংশ টুরিস্ট স্পট। ৪৪টি এমন দেশের বর্ডার সিল করা যে দেশের অর্থনীতি টুরিজমের ওপরেই নির্ভর।"

advertisement

সংস্থার সেক্রেটারি জুরাব পোলোলিকাশভিলি সেই কারণেই সিঁদুরে মেঘ দেখছেন। তাঁর কথায়,"এই সমস্ত টুরিস্ট স্পটগুলি বন্ধ থাকার ফলেই লক্ষ লক্ষ লোকের কাজ যেতে পারে।এবং এই বিশেষ ক্ষেত্রটিতে যে সাফল্য অর্জিত হয়েছিল সেখান থেকে অনেকটা পিছিয়েও যেতে হবে।"

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

ডাব্লিউটিও-এর অনুরোধ, সব দেশের সরকারই যেন যাতে আন্তর্জাতিক যোগাযোগের নিষেধাজ্ঞার বিষয়টি পর্যবেক্ষণ করতে থাকে ক্রমাগত। যেন পরিস্থিতি সুবিধাজনক হলেই বিধিনিষেধ শিথিল করা যায়।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লকডাউনের জেরেই চাকরি হারাবেন লক্ষ লক্ষ টুরিজম কর্মী, আশঙ্কা রাষ্ট্রপুঞ্জের শাখার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল