এদিন বেশ কয়েকটি ট্যুইট করেন উমা। একটি ট্যুইটে তিনি লেখেন, "আমি সমস্ত কোভিড বিধি অক্ষরে অক্ষরে পালন করেছি। সামাজিক দূরত্ব বিধি মেনেছি। তার পরেও আমার দেহে করোনা বাসা বেধেছে।" দিন কয়েক ধরেই তীর্থ ভ্রমণ শুরু করেছিলেন উমা। ২১ সেপ্টেম্বর কেদারনাথ যান তিনি। নিয়ম মেনেই সারেন পুজো পাঠ। ২৪ সেপ্টেম্বর তিনি গিয়েছিলেন বদ্রীনাথ। সংক্রমণ ধরা পড়ায় ছেদ পড়ল সেই যাত্রায়। আপাতত হৃষিকেশ এবং উত্তরাখণ্ডের মাঝামাঝি বন্দে মাতারম কু়ঞ্জ নামে একটি আবাসে নিজেক আইসোলেট করেছেন উমা।
advertisement
গাড়োয়ালের প্রধান মেডিক্যাল অফিসার মনোজ বহুখণ্ডী জানিয়েছেন, উমার দেখাসোনার দায়িত্বে যমকেশ্বর ব্লকে একটি মেডিক্যাল টিম নিযুক্ত রয়েছে।"
উমার বক্তব্য কোনও তীর্থ থেকেই তাঁর শরীরে করোনা হানা দেয়নি। উমা সন্দেহ করছেন, ড্রাইভারের থেকেও সংক্রমিত হতে পারেন তিনি।
উল্লেখ্য বিজেপিতে বড় সাংগঠনিক রদবদল হয়েছে গতকালই। ভাইস প্রেসিডেন্ট পদ থেকে সরানো হয়েছে উমা ভারতীকে।