কিন্তু শুক্রবার ভোর রাতেই ওই দুই যুবক ওয়ার্ড থেকে পালিয়ে যায়। এরপরেই হাসপাতালে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর দেওয়া পুলিশকেও। এরপর শুক্রবার সন্ধ্যায় সিউড়ি ও চন্দ্রপুর থানার পুলিশ নগরী পঞ্চায়েতের পাতাডাঙ্গায় নিজের বাড়ি থেকে উদ্ধার করে পুনরায় হাসপাতালে ভর্তি করে। পুলিশ ও হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে কিছু উপসর্গ লক্ষ্য করায় তাঁদের হাসপাতালে রেখে রক্তের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে।
advertisement
সেই নমুনা রিপোর্ট নেগেটিভ এলেই তাঁদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু তার আগেই তাঁরা পালানোর চেষ্টা করে। অন্যদিকে, হাসপাতাল থেকে রোগী পালিয়ে যাওয়ায় হাসপাতালের নিরাপত্তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। একইরকমভাবে চিকিৎসক মহলের দাবি, করোনাভাইরাস সংক্রমণ রোধের জন্য মানুষের সচেতনতার প্রয়োজন।
Supratim Das
Location :
First Published :
Mar 21, 2020 11:48 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বীরভূমে আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে ফের আইসোলেশনেই আসতে হল দুই যুবককে !
