চিড়িয়াখানা থেকে ইতিমধ্যেই সাতটি নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের (IVRI) তরফে জয়েন্ট ডিরেক্টর কে পি সিং বলেছেন, 'এই সাতটি নমুনার মধ্যে চারটি বাঘ ও তিনটি সিংহের নমুনা রয়েছে। দুই সিংহির শরীরে সার্স কোভ-২ ভাইরাস পাওয়া গিয়েছে। অসুস্থ আরেকটি সিংহও।' চারটি বাঘের রিপোর্ট নেগেটিভ এসেছে। তামিলনাড়ুর চিড়িয়াখানা কর্তৃপক্ষকে প্রত্যেকের রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে।
advertisement
প্রাণীদেহেও করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় করেনাাকালে নয়া আতঙ্ক তৈরি হয়েছে। গত সপ্তাহে তামিলনাড়ুর ভান্দালুরের আরিগনার চিড়িয়াখানায় একটি পুরুষ সিংহের মৃত্যু হয়েছিল। সিংহটি করোনা আক্রান্ত হয়েছিল বলে জানা গিয়েছে। চিড়িয়াখানার পুরুষ সিংহটির মৃত্যুর পরেই তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনা ভোপালে পাঠানো হয়। National Institute of High Security Animal Diseases-এ সেই নমুনা পরীক্ষা করা হয়। সিংহের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
তার উপর ফের তামিলনাড়ুর চিড়িয়াখানায় আরও সিংহীর শরীরে ভাইরাসের উপস্থিতি চিন্তা বাড়িয়েছে সকলের।
