TRENDING:

ভ্যাকসিনের সম্পূর্ণ দুই ডোজ নিয়েও করোনা আক্রান্ত ২ স্বাস্থ্যকর্মী

Last Updated:

করোনা ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ অর্থা‍ৎ দুই ডোজ নেওয়ার পরেও মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা পাননি মহারাষ্ট্রের দুই স্বাস্থ্যকর্মী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বাই: দেশজুড়ে করোনাভাইরাসের টিকাকরণের মাঝেই এল দুঃসংবাদ। করোনা ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ অর্থা‍ৎ দুই ডোজ নেওয়ার পরেও মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা পাননি মহারাষ্ট্রের দুই স্বাস্থ্যকর্মী। দু’জনেই ফের করোনায় আক্রান্ত হয়েছেন। জালনায় সরকারি হাসপাতালে কর্মরত দুই স্বাস্থ্যকর্মী সম্প্রতি করোনার টিকা নিয়েছিলেন।
advertisement

দেশজুড়ে করোনার টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার পরেই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। টিকার প্রথম ডোজ নেওয়ার পরে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন এবং প্রাণ হারিয়েছেন। প্রতিটি ক্ষেত্রেই স্বাস্থ্য মন্ত্রকের ব্যাখ্যা ছিল, অন্য কোনও উপসর্গ থাকার ফলেই ভ্যাকসিন গ্রহণকারীরা আক্রান্ত হয়েছেন ও মৃত্যুর মুখে ঢলে পড়েছেন। কিন্তু ভ্যাকসিনের দুই ডোজ নেওয়ার পরে মারণ ভাইরাসে সংক্রমিত হওয়ার ঘটনা নিয়ে এখনও কোনও ব্যাখ্যা দেননি স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা। তবে মহারাষ্ট্রের অতিরিক্ত সিভিল সার্জন পদ্মজা শরাফের মতে, ‘ভ্যাকসিন নেওয়ার ৪২ দিন বাদে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। যতদিন না পর্যন্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত মাস্ক পরা সহ যাবতীয় সতর্কতা মেনে চলা উচিত।’

advertisement

সময় যত গড়াচ্ছে ততই মহারাষ্ট্রে করোনা সংক্রমণ বেলাগাম হয়ে উঠছে। গত ২৪ ঘন্টায় মারাঠাভূমে ১৫ হাজারের বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। চলতি বছরে এটাই একদিনে সর্বোচ্চ সংক্রামিতের সংখ্য়া। তার মধ্যে জালনা জেলাতেই একদিনে নতুন করে ২০৪ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

করোনাভাইরাসের বেলাগাম সংক্রমণ রুখতে ইতিমধ্যেই নাগপুর সহ মহারাষ্ট্রের বেশ কিছু শহরে নতুন করে লকডাউন জারির পথে হেঁটেছে উদ্ধব ঠাকরে প্রশাসন। বেশ কিছু এলাকায় নৈশ কার্ফুও জারি করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ভ্যাকসিনের সম্পূর্ণ দুই ডোজ নিয়েও করোনা আক্রান্ত ২ স্বাস্থ্যকর্মী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল