রেণুকা নিজের ফেসবুক পেজে বান্ধবীর হয়ে সাহায্য চেয়েছেন ৷ লিখেছেন, 'আমার এক প্রিয় বান্ধবী ও অভিনেত্রী নূপুর অলঙ্কার আর্থিক সমস্যার মধ্যে আছেন। দুর্ভাগ্যবশত তাঁর সমস্ত টাকা পিএমসি ব্যাঙ্কে ফেঁসে গিয়েছে, নূপুর অসুস্থ মায়ের চিকিৎসা করছেন, অভিনয় ও টুকটাক কাজ করে টাকা রোজগার করছিলেন, কিন্তু লকডাউনে সমস্ত কাজ বন্ধ হয়েছে, ফলে তিনি বেশ আর্থিক কষ্টে রয়েছেন ৷' রেণুকা আরও লিখেছেন 'নূপুরের মাকে হাসপাতালে ভর্তি করতে হবে ৷ ওঁর মায়ের অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ শেয়ার করছি, যাঁর যা সামর্থ্য সাহায্য করতে পারেন।'' তিনি মনে করেন নূপূরের যতক্ষণ না দরকার পড়ে ততক্ষণ তিনি অন্যের থেকে সাহায্য চাননা, কিন্তু এমন খারাপ পরিস্থিতি সামনে এসেছে যে কিছু করার নেই৷
advertisement
শেষে রেণুকা সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ এই পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়ে বান্ধবী রেণুকাকে অ্যাঞ্জেলের সঙ্গে তুলনা করেছেন নূপুর ৷