আইওসি অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিবৃতি দিয়ে আইওসির পক্ষে জানানো হয়েছে, ‘‘ভাইরাসের সংক্রমণের উৎস কোথায়, সেটা জানা আমাদের পক্ষে সম্ভব নয়। ’’ মোট ৪০টি দেশের বক্সার এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন ৷
Location :
First Published :
March 27, 2020 1:07 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বে নেমে করোনায় আক্রান্ত বক্সার ! প্রশ্নের মুখে IOC
