অনেকদিন ধরেই আমেরিকা বলে আসছে, করোনা ভাইরাস নিয়ে তথ্য গোপন করে চিন। মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা নিয়ে সত্যি কথা বলেনি। আগে থেকে করোনা সংক্রমণের ভয়াবহতার কথা জেনেও বিশ্বকে অন্ধকারে রেখেছে। আর সেই কারণেই করোনায় আজ বিশ্ব নাজেহাল।
যদিও এই সব অভিযোগই অস্বীকার করেছে চিন। তাঁরা জানিয়েছে, এ বিষয়ে সমস্ত সত্যি তথ্যই বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে। দিনের পর দিন আমেরিকা এভাবে আক্রমণ করতে পারে না। তা ভিত্তিহীন।
advertisement
এদিকে এই দুই দেশের মাঝে পড়ে আমেরিকার রোষানলে পড়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। ট্রাম্প দাবি করেছিলেন, হু চিনকে আড়াল করে চলছে, আগেও চলেছে। তাই হু–এর অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছে আমেরিকা। তার পাল্টা আবার চিন বিপুল পরিমাণ অর্থ নিয়ে হু–এর পাশেও দাঁড়িয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি যে ক্রমে বারবার ঘোরাল হয়েছে, সেটা আর নতুন করে বলার নেই।
advertisement
Location :
First Published :
April 29, 2020 1:19 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনায় আর্থিক ক্ষতির টাকা এবার চিনের থেকে আদায় করা হবে, হুঁশিয়ারি ট্রাম্পের